‘আমি ভালো আছি’, মেয়েকে রিয়াজ
চিত্রনায়ক রিয়াজের ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, এখন তিনি বিপদমুক্ত আছেন। গতকাল সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হন হাসপাতালে। আর এর পরপরই অস্ত্রোপচার করে তাঁর হৃৎপিণ্ডের একটি ব্লকে রিং পরানো হয়। ২০ মিনিটের সফল অস্ত্রোপচার শেষে রাতেই তিনি কথা বলেন। প্রথম কথাটি বলেন নিজের চার মাস বয়সী মেয়ে আমিরা সিদ্দিকীর সঙ্গে। এ সময় রিয়াজের পাশে ছিলেন স্ত্রী তিনা। রিয়াজ মেয়ে আমিরার হাত ধরে বলেন, ‘আমি ভালো আছি।’ বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন রিয়াজের শ্যালক ইমরান আইয়ুব।
আজ সকালে ঘুম থেকে ওঠার পরপরই রিয়াজ ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের খোঁজখবর নিয়েছেন। ইমরান বলেন, রিয়াজ দ্রুত সুস্থ হয়ে শুটিং করতে চাইছেন। অবশ্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী এক মাসের আগে কোনো ধরনের কাজ করতে পারবেন না রিয়াজ। তিনি এখন চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। অধ্যাপক তালুকদার এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আগামী তিন দিন পর হৃৎপিণ্ডের বাকি তিনটি ব্লকে রিং পরানো হবে।
গতকাল সোমবার রাজধানীর উত্তরায় শুটিং করার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়ক রিয়াজ। মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং করার সময় রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত অ্যাপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হলে চিকিৎসকরা নিশ্চিত করেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন রিয়াজ।
সোমবার শুটিং স্পটে থাকা ছবির সহকারী পরিচালক জুয়েল রানা এনটিভি অনলাইনকে বলেন, ‘বিকেল ৫টায় সেটে আসেন রিয়াজ। এর পর সেট তৈরি হয় রাত ৮টার দিকে। তখন শুটিং শুরু করার ঠিক আগেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন এবং বমি করেন। এ সময় দ্রুত পাশের একটি হাসপাতালে নেওয়া হয় রিয়াজকে। ওই হাসপাতাল থেকে পরে অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাঁকে।’ এরপরই চিকিৎসকরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে অস্ত্রোপচার করে রিয়াজকে আশঙ্কামুক্ত করেন।