বলিউড একদম পুরুষতান্ত্রিক : বিপাশা
ফিটনেস সচেতন বিপাশা বসু ইচ্ছা মতো খাওয়া-দাওয়া করেছেন গত কয়েকদিন। ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়। ‘অ্যালোন’ ছবির সহশিল্পী করণ সিং গ্রোভারের জন্মদিন সেখানে একসাথে কাটিয়ে এসেছেন। আর সেখান থেকে ফিরেই জমে ওঠা গুজব উসকে দিয়েছেন আরেকটুখানি। করণ আর বিপাশা কি তবে...? সে যাই হোক, ছুটি থেকে ফিরেই আবারও বোমা ফাটিয়েছেন এই আবেদনময়ী নায়িকা, এমন খবরই প্রকাশ করেছে এনডিটিভি। কী বলেছেন বিপাশা? বলেছেন, ‘বলিউডের বিগ বাজেটের বা বড়মাপের ছবিগুলো কেবল বড় নায়কদের জন্যই তৈরি করা হয়!’
কিছুদিন আগে একটি জনপ্রিয় বিস্কুটের ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন বিপাশা। স্বাস্থ্য সচেতনতার বিষয়টা সবসময়ই তাঁর মাথায় থাকে। ‘আমি সেসব পণ্যেরই বিজ্ঞাপন বা প্রচারণায় কাজ করি যাতে আমার বিশ্বাস আছে। আমাকে কখনোই কোনো রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনে দেখতে পাবেন না, কারণ আমি এই ধারণাটার ঘোরতর বিরোধী’- আত্মবিশ্বাসী বিপাশার জবাব। বিজ্ঞাপনে নারীর উপস্থাপন বা চিত্রায়ন এখন বেশ বদলাচ্ছে বলে মনে করেন বিপাশা, এ নিয়ে খুশিও তিনি। তাঁর বেজার ভাব যা নিয়ে, তা হলো বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এই জায়গাটা একচ্ছত্রভাবে পুরুষরা দখল করে রেখেছেন বলে তাঁর ধারণা। ধারণাটি কি একেবারে ভুল?
‘বলিউড একদম পুরুষতান্ত্রিক। এখানে বড় ব্যানার, বড়মাপের ছবি- সবই ঠিকঠাক করা থাকে বড় নায়কদের জন্য, এমনকি লেখাও হয় ওদেরই জন্য। এমনকি কোনো নায়িকা যদি কখনো এককভাবে একটা ছবি হিট করেও ফেলে, সবাই গিয়ে তার পেছনে লেগে পড়ে। সচরাচর সবার মানসিকতাই এমন’- বলিউডের নায়ককূলকে এভাবেই একহাত দেখে নিয়েছেন বিপাশা।
বলিউডে ১৫ বছর ধরে অভিনয় করে চলা এই বাঙালি কন্যা এখন ভয়ঙ্কর ছবির নিয়মিত চরিত্র ! হরর মানেই যেন বিপাশা! এ নিয়ে অবশ্য খেদ তো নেই-ই, বরং বেশ খুশি বিপাশা। ‘রাজ-৩ ছবিতে কাজ করতে আমার দারুণ লেগেছিল, তখন আমি এও বুঝেছিলাম যে এ ছবিগুলোর (হরর) ভালো দর্শক আছে। কে জানে, হয়তো একদিন আমি নিজেই একটা হরর ছবি প্রযোজনা বা পরিচালনা করব!’