পিয়ার অজানা পাঁচ কথা
পিয়া বিপাশা এখন অনেক ব্যস্ত। কী নিয়ে ব্যস্ত? কাজ নিয়ে! এ সময়ের এই জনপ্রিয় মডেল-অভিনেত্রী এখন ধারাবাহিক আর এক পর্বের নাটকে কাজ করছেন মন দিয়ে। আবার ‘রুদ্র : দ্য গ্যাংস্টার’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন। ক’দিন হলো, শুরু করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাটুস কুটুস’-এর শুটিং। জনপ্রিয় এই তারকার অজানা পাঁচটি কথা জানতে পারেন এখনই!
১. পিয়া বিপাশা বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু করলেও ২০১২ সালে লাক্স সুন্দরী হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন। ছিলেন সেরা দশে, পারফরম্যান্সও ছিল বেশ ভালো। কিন্তু স্বেচ্ছায় বিদায় নিয়েছিলেন এই প্রতিযোগিতা থেকে!
২. পিয়ার পুরো নাম আজমেরী সুলতানা বিপাশা। মিডিয়ায় কাজ শুরু করার পর মা-বাবা তাঁর নতুন নাম ‘পিয়া’ দিয়েছিলেন। এর পর থেকে তিনি সবার কাছে পরিচিতি পান ‘পিয়া বিপাশা’ নামেই।
৩. শুরুতে সবাই পিয়াকে মডেল হিসেবে জানলেও তিনি প্রথম নাটকে অভিনয় করেছিলেন। ২০১২ সালের কথা, নাটকের নাম ‘দ্বিতীয় মাত্রা’। পিয়ার সহশিল্পী ছিলেন তাহসান। এই নাটকে অভিনয় করার সময় পিয়ার একটি দৃশ্য ১৬ বার এনজি শট হয়েছিল। অনেক ভয় নিয়ে নাটকে অভিনয় শুরু করেছিলেন, বোঝাই যায়! পিয়ার ধারণা ছিল, তাঁকে দিয়ে আর যাই হোক, অভিনয় কখনও সম্ভব না!
৪. ‘দ্বিতীয় মাত্রা’ নাটক প্রচারের পর অনেক নাটক ও চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছিলেন পিয়া বিপাশা; কিন্তু কোনোটাই তখন সিরিয়াসভাবে নেননি। এর কারণ একটাই, তিনি অনেক মুক্তমনা। নাটকে অভিনয়ের চেয়ে বিলবোর্ডে নিজের ছবি দেখতেই নাকি বেশি ভালো লাগত তাঁর!
৫. উপস্থাপক, মডেল ও কোরিওগ্রাফার আজরার একটি শোতে অংশ নিয়েছিলেন পিয়া। ঠিক তখনই অনেক ফটোগ্রাফারের নজরে চলে আসেন তিনি। শো শেষে পিয়ার অসংখ্য ছবি তোলেন তাঁরা। এর পরেই একটার পর একটা ফটোশুটের প্রস্তাব আসতে শুরু করে। পিয়ার আরেক গল্পের শুরু ছিল এখানেই।