মুক্তি পেল পরীমনি, আটকে গেল অনন্যা
আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ৫১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ভালোবাসা সীমাহীন’। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকাই ছবির নবাগতা নায়িকা পরীমনির প্রথম ছবি। নতুন পরিচালক শাহ আলম মণ্ডলের হাত ধরেই চলচ্চিত্রে পা রাখলেন তিনি। ‘ভালোবাসা সীমানহীন’ ছবিটি পরিচালক মণ্ডলেরও প্রথম কাজ।
আজকের মুক্তি পাওয়া ছবি ছাড়া পরীমনির হাতে রয়েছে ১১টি ছবি। শিডিউল দেওয়া আছে ১৭টি ছবির জন্য। কথা চলছে আরো পাঁচটি ছবির। সব মিলিয়ে নায়িকা হিসেবে ব্যস্ততম সময় পার করছেন নায়িকা পরীমনি। কোনো ছবি মুক্তির আগে কোনো নায়িকাকে নিয়ে এমন আলোচনার ঘটনা ঢাকাই ছবির প্রেক্ষাপটে আগে আর কখনো হয়নি। এই বিষয়টিকে মাথায় রেখেই পরিচালক-প্রযোজক চালাচ্ছেন ছবির প্রচারণা। বিশাল সব পোস্টারের পুরোটা জুড়েই আছেন পরীমনি। এখন দেখার পালা দর্শকদের কাছে পরীমনি কেমন সাড়া পান। নোমান কথাচিত্রের ব্যানারে নির্মিত এ ছবিতে ছয়টি গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।
অন্যদিকে, ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি ছাড়াও আজ আরেকটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। আলী আজাদ পরিচালিত ‘ভালো আমাকে বাসতেই হবে’ ছবিটি আজ আর মুক্তি পাচ্ছে না। এর কারণ হিসেবে পরিচালক জানালেন, ‘বুকিং এজেন্টদের সাথে আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যা হওয়ায় ছবিটি আজ মুক্তি দিতে পারছি না। এ জন্য আমরা দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ পরিচালক জানান, ছবিটি জুন মাস নাগাদ মুক্তি দেওয়া হবে।