অভিনয়ে ফিরছেন নায়করাজ রাজ্জাক
আবারও ক্যামেরার সামনে আসছেন নায়করাজ রাজ্জাক। তাঁর ছেলে সম্রাট ‘দায়ভার’ নামের একটি টেলিফিল্ম নির্মাণ করছেন। সেখানেই বাবার চরিত্রে অভিনয় করবেন রাজ্জাক। এমনটিই জানালেন সম্রাট। তাহলে কি বড় পর্দার জন্যও কাজ করবেন রাজ্জাক? এমন প্রশ্নের উত্তরে ছেলে সম্রাট বলেন, বাণিজ্যিক চলচ্চিত্রে রাজ্জাক কাজ করবেন না। সম্রাট আরো বলেন, ‘রাজ্জাক এখন বেশ সুস্থ। আর তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রাম নেওয়ার পাশাপাশি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিদের নিয়ে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছেন।’
এদিকে, অভিনয়ের পাশাপাশি এখন নির্মাণেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সম্রাট। তিনি যখনই যা নির্মাণ করেন, সেটার গল্প প্রথমে বাবা নায়করাজকে তিনি দেখিয়ে নেন। বাবার অনুমতি পেলেই কাজে হাত দেন সম্রাট।
‘দায়ভার’ টেলিফিল্মের গল্প নিয়ে সম্রাট এনটিভি অনলাইনকে বলেন, ‘গল্প পড়ে আব্বার এতটাই ভালো লেগে যায় যে, তাতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। আসলে আব্বার আগ্রহ থেকেই উনাকে নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছি। তাই পরিবারের সবার সম্মতি নিয়েই আব্বাকে নিয়ে কাজটি করতে যাচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে, আব্বা অভিনয়ে নিয়মিত হচ্ছেন কিংবা বাইরের প্রোডাকশনে কাজ করবেন। আমরা যতটুকু পারি আব্বাকে আরামের মধ্যে রাখব। আশা করছি, কাজটি ইনশাল্লাহ অনেক ভালো হবে। আমি এর আগে অনেকবার বলেছি, বাবা আর কাজ করবেন না। কারণ বাবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময় কাটান। বাসায় তিনি যেভাবে সময় কাটান, শুটিংয়েও সেভাবে সময় কাটাবেন এবং ফাঁকে ফাঁকে শুটিং করবেন।’
গল্পে কী এমন আছে যে নায়করাজের তা পছন্দ হলো? সম্রাট এবার বললেন গল্পের কথা, ‘এই টেলিছবির গল্পে দেখা যাবে সৎ ছেলের সাথে বাবার সম্পর্ক। আসলে আমাদের সমাজে একটি প্রথা প্রচলিত আছে যে সৎ বাবা ও মায়ের সাথে ছেলেমেয়েদের ভালো সম্পর্ক থাকে না। আমি এই গল্পের মাধ্যমে দেখাব সৎ বাবার সাথে ছেলের কত ভালো রিলেশন থাকতে পারে। চলতি মাসের ১৫-২০ তারিখ শুটিং করার ইচ্ছে আছে। আশা করি আগামী দুইদিনের মধ্যে অভিনয়শিল্পীদের তালিকা চূড়ান্ত করতে পারব।’