বয়স কমাতে রাজি নন কারিনা!
নায়িকারা নিজেদের বয়সের ব্যাপারে রাখঢাক রাখতেই বেশি পছন্দ করেন। অনেকে আবার কমিয়ে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হয়তো বয়সের সাথে ছবির লাভের অঙ্কের কোনো যোগসূত্র রয়েছে। তবে এসব নিয়ে মোটেও মাথা ঘামান না কাপুর কন্যা ও খানপত্নী কারিনা কাপুর খান।
সোজাসাপ্টা বলে দিয়েছেন, ‘আমার মনে হয় বয়স বাড়াটাও এক ধরনের সৌন্দর্য। আমার বয়স ৩৪, এই বয়সে নিশ্চয়ই ২২ বছরের মেয়ের মতো আচরণ করবো না। যারা নিজেদের বয়স কমানোর চেষ্টা করে তাদের আচরণেই সেটা প্রকাশ পায়।’
চুল ও শরীরে বয়সের ছাপ পড়াটাকেও সৌন্দর্য মনে করেন কারিনা। দিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘পুরুষদের মুখমণ্ডলে বয়সের ভাঁজ পড়লে তাদের আরো বেশি বুদ্ধিমান ও আবেদনময়ী লাগে।’
নারীদের ক্ষেত্রেও ব্যাপারটা একই। মহারানী গায়ত্রী দেবীর পাকা চুলের উদাহরণ টেনে কারিনা বলেন, ‘সাদা চুল তাঁর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছিল। বয়সের সাথে সাথে তাঁর আভিজাত্য বেড়েছে।’
অভিনেতা শাহিদ কাপুরের সাথে এককালের প্রেম ভেঙে আরেক অভিনেতা সাইফ আলী খানের সাথে দীর্ঘ প্রেমের ইনিংস গড়ে তুলেছেন কারিনা। নিজের চেয়ে ১০ বছরের বড় সাইফকে বিয়ে করে সুখেই আছেন মিসেস খান।
মেয়েদের বয়স জিজ্ঞেস না করার যে প্রথা রয়েছে তাকে মানতে চান না কারিনা। তাঁর প্রশ্ন , ‘মেয়েদের বয়স বলতে দোষ কোথায়?’ কারিনা বলেন, ‘আমি ১৮ বা ২২ বছরের কোনো মেয়ে হতে চাই না। জীবনের সে সময়টা আমি কাটিয়ে এসেছি। এখন জীবনের যে সময়ে আছি সেটাই উপভোগ করছি।এখনো আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি।’
সামনেই কারিনা তাঁর নতুন ছবি ‘উড়তা পাঞ্জাব’-এর শুটিংয়ের জন্য উড়াল দেবেন অমৃতসরে। মাদক পাচারের গল্প নিয়ে তৈরি এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তাঁর সাবেক প্রেমিক শাহিদ কাপুর। আট বছর আগে সর্বশেষ ইমতিয়াজ আলীর ‘জাব উই মেট’ ছবিতে অভিনয় করেছিলেন এই জুটি।
এ ছাড়া কবির খানের পরিচালনায় সালমান খানের বিপরীতে ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির কাজ করেছেন কারিনা। এ বছর ঈদে মুক্তি পাবে ছবিটি।