নতুন পেশায় নায়ক বাপ্পী চৌধুরী
‘ভালোবাসার রং’ দিয়ে নিজের চলচ্চিত্র যাত্রাকে রঙিন করেন নায়ক বাপ্পী। সে যাত্রায় তাঁর সহযাত্রী ছিলেন মাহী। এরপর অনেক নায়িকার সাথেই জুটি বেঁধেছেন বাপ্পী। ধীরে ধীরে বাংলাদেশের চলচ্চিত্রে গড়ে উঠছে তাঁর আলাদা ইমেজ। এখন তাঁর একটি ছবির শুটিং চলছে, ছবির নাম ‘সুলতানা বিবিয়ানা’। আর এই ছবিতে বাপ্পীর বিপরীতে রয়েছেন নায়িকা আঁচল।
হিমেল আশরাফ পরিচালিত 'সুলতানা বিবিয়ানা' ছবির শুটিং চলছে যশোরের গদখালি ফুলের বাগানে। সেখানেই রয়েছেন বাপ্পী আর আঁচল। শুটিংয়ের ফাঁকে ফোনালাপে এনটিভি অনলাইনকে বাপ্পী বলেন, ‘এই প্রথম আমি ফুল চাষীর চরিত্রে অভিনয় করছি। পরিচালক হিমেল আশরাফ শুটিংয়ের জন্য ৫০ হাজার ফুল কিনেছেন। কারণ শুটিং করলে অনেক ফুলের গাছ নষ্ট হবে। আগামি পাঁচ দিন আমরা ফুলের বাগানে কাজ করব। এই ছবিতে আমার সাথে অভিনয় করছেন আঁচল। আঁচলের সঙ্গে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। তার সঙ্গে আমি পাঁচটি ছবিতে কাজ করেছি। আমাদের দুজনের জুটিকে দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। ফলে নির্মাতারাও আমাদের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। আমরা জুটি হয়ে আরো ছবিতে অভিনয় করব দর্শক যত দিন চায়।’
নতুন এই ছবি সম্পর্কে বাপ্পী বলেন, ‘সুলতানা বিবিয়ানা ছবির গল্পটা দারুণ, অভিনয়টা অনেক উপভোগ করছি। ঢাকার আশপাশের বিভিন্ন জায়গার দৃশ্য দেখতে দেখতে দর্শকও বিরক্ত। বাংলাদেশের সুন্দর জায়গায় শুটিং করলে দর্শক ভালোভাবে নেবে বলে আমি মনে করি। গত ১৫ ফেব্রুয়ারি থেকে রাজবাড়ীতে শুটিং করেছি। আজ (২৮ ফেব্রুয়ারী) থেকে যশোরের গদ খালিতে ফুলের বাগানের শুটিংগুলো করছি, যা চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। আশা করি মার্চের ৬ তারিখ ঢাকায় আসতে পারব। সেদিন আমার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।’
এই ছবিতে বাপ্পী-আঁচল ষষ্ঠবারের মতো জুটি বাঁধলেও হিমেল আশরাফের কিন্তু এটাই প্রথম পরিচালনার কাজ। শাহীন সুমনের 'জটিল প্রেম' ছবির দিয়ে বাপ্পী ও আঁচল প্রথম জুটিবদ্ধ হন। ছবিটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর নির্মাতারা বাপ্পী ও আঁচল জুটিকে নিয়ে বেশ কয়েকটি ছবি নির্মাণ করেন। এর মধ্যে রয়েছে, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’ ও ‘গুন্ডা -দ্য টেরোরিস্ট’। মুক্তির অপেক্ষায় আছে 'আজব প্রেম' ও 'গুণ্ডা দ্য টেরোরিস্ট'।