মুখোশ মানুষের শুটিং শেষ পর্যায়ে
আলোচিত-সমালোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোশ মানুষ : দ্য ফেইক’ এবার পূর্ণাঙ্গ চলচ্চিত্র হিসেবেই নির্মিত হচ্ছে। এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ফার্স্ট লুকের একটি ট্রেইলার ইউটিউবে প্রকাশ করা হলে তাতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ইউটিউবে অনেক দর্শক ট্রেইলারটি দেখেছেন।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘মুখোশ মানুষ : দ্য ফেইক’-এর শুটিং প্রায় শেষ। পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, ‘আমাদের ৯০ শতাংশ শুটিংয়ের কাজ শেষ। মার্চের মধ্যেই বাকি কাজ শেষ করে এপ্রিলে কালার কারেকশনের কাজ করতে মুম্বাই যাব। চলচ্চিত্রে আমরা একেবারেই নতুন। তারপরেও সবার ভালো সহযোগিতা পাচ্ছি।’
জুয়েল আরো বলেন, ‘মুখোশ মানুষ : দ্য ফেইক-এর শুটিং শুরু হয়েছিল ২০১৪ সালের মার্চে। শুধু শুটিংয়ের কাজ শেষ করতে এক বছর লেগে গেল। আমাদের ইচ্ছা ঈদুল ফিতর বা এর পরেই সিনেমাটি মুক্তি দেওয়ার।’
‘মুখোশ মানুষ : দ্য ফেইক’ নির্মিত হচ্ছে এই সময়ের সাইবার ক্রাইমের গল্প নিয়ে। এতে সাইবার ক্রাইমের শিকার এক নারীর অসহায়ত্বের গল্প তুলে ধরা হয়েছে।
পরিচালক জুয়েল বলেন, ‘আমাদের প্রথম পরিকল্পনা ছিল এটাকে শর্টফিল্ম হিসেবে নির্মাণ করার। শর্টফিল্ম করার পরে তার একটি এক্সপেরিমেন্টাল ট্রেইলার ইউটিউবে ছেড়েছিলাম আমরা। এরপর অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। ট্রেইলারটি ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছে।’
সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তরুণ আহাদুর রহমান। সংলাপ লিখেছেন পরিচালক জুয়েল। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নওশীন, হিল্লোল, কল্যাণ, রাইজা, লামিয়া মিমো, বড়দা মিঠু এবং বিশেষ চরিত্রে দুজন থাকছেন চমক হিসেবে। পরিচালক এই দুই শিল্পীর কথা এখনই জানাতে চাইছেন না। তিনি বলছেন, ‘দর্শক হলে গিয়েই সে চমকটি দেখবে।’
সিনেমার গানগুলো গেয়েছেন এ সময়ের জনপ্রিয় ব্যান্ড চিরকুট, চলচ্চিত্রের ব্যস্ততম সংগীত পরিচালক আহমেদ হুমায়ুন।