সিন্ডারেলাকে মহাত্মা গান্ধীর সাহায্য!
সিন্ডারেলা রূপকথার চরিত্র। আর মহাত্মা গান্ধী তো মারা গেছেন বহু আগেই। তাহলে কীভাবে সিন্ডারেলাকে সাহায্য করবেন তিনি? উপস্থিতিতে না হোক, তাঁকে নিয়ে লেখা বই আছে না! ডিজনির আসন্ন ছবি ‘সিন্ডারেলা’র তারকা লিলি জেমস গান্ধীর বই পড়েই নিজেকে প্রস্তুত করেছেন। একইসাথে তিনি যোগব্যায়ামের পন্থাও বেছে নিয়েছিলেন বলে জানা গেল এনডিটিভির খবরে।
মার্চ মাসের ২০ তারিখে ভারতে মুক্তি পাবে এই ছবি। এর প্রচারণা সংক্রান্ত কাজে সাক্ষাৎকার দিতে গিয়েই গান্ধীর এই ‘সহায়তা’র কথা জানালেন লিলি। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই ছবির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে মহাত্মা গান্ধীর ত্যাগ, তিতীক্ষা আর সহনশীলতায় ভরা জীবনদর্শন তাঁকে অনেক সহায়তা করেছে বলে জানান তিনি।
“শুটিং শুরুর সপ্তা ছয়েক আগ থেকে আমি ঘোড়ায় চড়া শিখতে শুরু করি। একইসাথে আমি সঠিক এবং সুস্থভাবে বাঁচার জন্য যোগব্যায়ামকে বেছে নেই। আমার চরিত্রের মতো হয়ে উঠতে চেষ্টা করি আমি। আধ্যাত্মিকতা নিয়ে আমি এ সময় অনেক পড়াশোনা করতে থাকি। মহাত্মা গান্ধীর মতো মানুষের আত্মজীবনী আমি এই সময়ে পড়েছি, আমার সাধনায় অনেক অবদান রেখেছে তাঁর জীবনের কথা। তাঁর কথা না পড়লে আমি কখনোই আমার অধ্যবসায় সফল করতে পারতাম না”- এভাবেই আসন্ন ছবির জন্য নিজের প্রস্তুতিতে মহাত্মা গান্ধীর অবদানের গল্প জানান টেলিভিশন শো ‘ডাউনটাউন অ্যাবি’র লেডি রোজ চরিত্রের জন্য খ্যাত অভিনেত্রী লিলি জেমস।
সিন্ডারেলাকে নিয়ে তো অনেকবার অনেক ধরনের ছবি হয়েছে, আবার নতুন করে কী হতে যাচ্ছে? এমন কী থাকছে এই ছবিতে যা নতুন কিছু উপহার দেবে দর্শকদের? এমন প্রশ্নের মুখোমুখি স্বাভাবিকভাবেই হয়েছেন এই অভিনেত্রী। এমন প্রশ্নের উত্তর একটু ঘুরিয়েই দিয়েছেন এই অভিনেত্রী। ‘আমাদের এই ছবি- রাজপুত্র এলো আর সিন্ডারেলাকে উদ্ধার করল- এটুকুতে আটকে নেই। ছবিতে দুটো মানুষের গল্প থাকবে যারা একে অন্যের জন্য নিবেদিত, যাদের একসাথে আজীবন পথচলার সৎসাহস রয়েছে এবং যারা একসাথে যথেষ্ট সুখী হতে চায়।’
একইসাথে, নিজের অভিনীত চরিত্র নিয়েও দারুণ খুশি লিলি। রাজকুমারীর চরিত্রে অভিনয় করার অনুভূতি তাঁর কাছে একদমই জাদুকরী। তিনি আরো খুশি ছবিতে তার ‘সৎমা’র জন্য! কারণ এ চরিত্রে কেট ব্ল্যানচেট অভিনয় করেছেন তাই! ‘কেট ব্ল্যানচেট আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। কাজেই আমি খুবই আনন্দিত আর নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি তাঁর সাথে কাজ করতে পেরেছি।’ এ জন্য ছবির পরিচালক কেনেথ ব্রানাকেও অনেক ধন্যবাদ জানান লিলি।