আগামী বছর শাহরুখ-কাজল?
সমসাময়িকদের অনেকেই এ বছর ফিরছেন বড়পর্দায় কিন্তু তাড়াহুড়ো করার পাত্রী নন বলিউডের চিরউচ্ছ্বল নায়িকা কাজল। পুরো প্রস্তুতি নিয়ে সবকিছু গুছিয়ে তবেই শুরু করবেন কাজ। নিজের জীবন নিয়ে বিস্তারিত কথা বলেছেন, একইসাথে তাঁর পরবর্তী ছবি নিয়েও কথা বলেছেন বলে প্রকাশ পিংকভিলার খবরে। কাজলের ভাষ্যে, ২০১৬ সালে বড়পর্দায় আসছে তাঁর নতুন ছবি। সরাসরি না বললেও এ ছবিতে তাঁর বিপরীতে থাকতে পারেন শাহরুখ খান, তা প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিয়েছেন।
কাজলের এই কামব্যাক ইনিংস বা প্রোজেক্ট নিয়ে বেশ ভালো জল্পনা-কল্পনা চলছিল গণমাধ্যমে। সেটা একদম দূর করে কাজল নিজেই জানিয়েছেন, আবারও বড় পর্দায় ফিরছেন তিনি, ‘আমার ছবি ২০১৬ সালে মুক্তি পাবে। আমাদের প্রোডাকশনের ব্যানারে এখন যেটার কাজ করছি, সেটা জুলাই বা আগস্ট নাগাদ শেষ হয়ে যাবে। কাজেই আমার ছবির শুটিং শুরু করব ওই সময়টায়।’ ছবি সম্বন্ধে কাজল জানিয়েছেন, মৌলিক ছবি হতে যাচ্ছে এটি। ‘এর গল্প একদম আলাদা। কোনো রিমেকও নয়, ছবিটির চিত্রনাট্য মৌলিক। এর বেশি কিছু আমি এখন বলতে পারছি না।’
শাহরুখের সাথে কাজ করবার চিন্তা করছেন কী না, তার উত্তর একটু কৌশল করেই দিলেন কাজল, ‘শাহরুখের সাথে কাজ করাটা সব সময়ই আমার জন্য দারুণ ব্যাপার। ওর সাথে কাজ করলে আমি বেশ স্বস্তি পাই। আর হ্যাঁ, আমি যাদের সাথে কাজে সহজ নই তাদের সাথে কাজ করতে পারি না। কাজেই আমরা দুজন শিগগিরই একসাথে কাজ করব বলে আশা রাখি।’ তারপর একটু হেসে যোগ করেছেন, ‘দেখা যাক’!
তবে এই ছবিতেই কাজল-শাহরুখ জুটি এই ফিরছে কি না, সে সম্বন্ধে কিছু বলতে রাজি হননি কাজল। তবে স্বীকার করুন আর নাই করুন, বলিউডের অন্যান্য সমীকরণ মেলালে আন্দাজ করা যায় ২০১৬ সালে আবারও বড় পর্দায় একসাথে দেখা যাবে শাহরুখ ও কাজলকে- এমন ভবিষ্যদ্বাণী দিচ্ছেন এক্সপার্টরা।