১০ বছর ধরে ইলিশ খাই না : নীরব খান
নীরব খান। জনপ্রিয় উপস্থাপক। অভিনয়ের সঙ্গে দিন দিন তাঁর সম্পৃক্ততা বাড়ছে। শখের বশে নাটক শুরু করলেও এখন অভিনয়ের ব্যাপারে খুব সিরিয়াস তিনি।
দুটি চলচ্চিত্র্রে চুক্তিবদ্ধ হয়েছেন নীরব। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত নীরবকে চাকরি করতে দেখা যায়নি। নতুন খবর হলো খুব সম্প্রতি নীরব একটি বেসরকারি রেডিও স্টেশনে প্রোগ্রাম হেড হিসেবে কাজ শুরু করেছেন। লাইভ আরজে হান্ট নামে একটি সরাসরি অনুষ্ঠানে উপস্থাপনাও করছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন আরজে সাইফ ইমন।
আরজে সাইফ ইমন বলেন, ‘প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই শোটা আমরা করি। এই শোয়ের মাধ্যমে সেরা তিনজনকে আরজে হিসেবে নিবার্চন করা হবে।’
নতুন চাকরি, বর্তমান কাজের ব্যস্ততা, ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে নীরব কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : রেডিওতে আবার ফিরলেন। কেমন লাগছে?
উত্তর : ভালো লাগছে। চাকরি ইচ্ছা করে কিছুদিন করিনি। এই প্রস্তাবটা পাওয়ার পর ফেরাতে পারিনি। এমডি আমাকে অনেক পছন্দ করেন।
প্রশ্ন : লাইভ আরজে হান্ট অনু্ষ্ঠানটি করতে কেমন লাগছে?
উত্তর : অনেক উপভোগ করছি। শোতে যারা সাক্ষাৎকার দিতে আসছেন তাঁরা বুঝতেই পারছেন না যে এটা পরীক্ষা হচ্ছে। শোতে আমরা অনেক ফান করছি, আবার সিরিয়াস প্রশ্নও করছি।
প্রশ্ন : বিচারকের কাজটি কেন লাইভ করছেন?
উত্তর : অনেকে মনে করে মিডিয়াতে লবিং হয়। আমরা শ্রোতাদের জানিয়েই শোটা করছি যাতে সত্যিকারের ভালো আরজে আমরা নিতে পারি। শোটা সরাসরি হওয়াতে সবাই বুঝবে আমরা এখানে কোনো লবিং করছি না।
প্রশ্ন : আপনার নাটকের ব্যস্ততা কেমন?
উত্তর : সম্প্রতি বেশ কিছু খণ্ড নাটকের কাজ শেষ করেছি। এখন অভিনয়টাকেই বেশি গুরুত্ব দিচ্ছি।
প্রশ্ন : ‘চটপটি’ চলচ্চিত্রের শুটিং কবে থেকে শুরু করবেন?
উত্তর : এই মাসের শেষের দিক থেকে। এখানে আমার সহশিল্পী মডেল জারা।
প্রশ্ন : চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি কেমন নিচ্ছেন?
নিয়মিত জিম করছি। দেশ-বিদেশের অনেক ছবি দেখছি। আর আমি খাওয়ার ব্যাপারেও অনেক সচেতন। ১০ বছর ধরে ইলিশ মাছ খাই না।