মুম্বাইয়ের হাসপাতালে সোনম
অসুস্থ সোনম কাপুর এখন হাসপাতালে। সোয়াইন ফ্লু আক্রান্ত বলিউডের এই হার্টথ্রব নায়িকাকে গতকাল (১ মার্চ) মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়ার সাথে সাথেই দ্রুত তাঁকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছিল বলে জানা গেছে এনডিটিভির খবরে। ভক্তদের জন্য সুখবর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সোনম।
এর আগে এবিপি লাইভের খবর থেকে জানা যায় যে, উন্নত চিকিৎসার জন্য বিমানে করে গুজরাটের রাজকোট থেকে মুম্বাইয়ে নেওয়া হবে সোনমকে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সোয়াইন ফ্লু পরীক্ষার আগে প্রচণ্ড জ্বর আর গলার ব্যথায় ভুগছিলেন সোনম কাপুর। এ অবস্থায় তাঁকে রাজকোটের স্টার্লিং হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসকরা রক্ত পরীক্ষায় তাঁর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। নিজস্ব ফিটনেস ট্রেনারের কাছ থেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সোনম বলে ধারণা করা হচ্ছে। তাঁর ফিটনেস ট্রেনারও সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
রাজকোটের গন্ডাল নামের এক এলাকায় চলছিল সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধান পায়ো’র শুটিং। এই শুটিংয়ের কাজে ১০ দিন ধরে এখানেই ছিলেন সোনম। এ ছবিতে সোনম অভিনয় করছেন সুপারস্টার সালমান খানের সাথে।
অবশ্য, সোনমের এই অসুস্থতার জন্য একদম আটকে যায়নি শুটিংয়ের কাজ। সোনমকে ছাড়াই পুরোদমে আবারও শুরু হয়ে গেছে ছবির কাজ। শুটিং ইউনিটের সবাইকেই বিশেষভাবে পরীক্ষা করা হয়েছে যে তাঁরাও সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন কি না। একইসাথে এই রোগ প্রতিরোধের জন্য সব ধরনের ওষুধ এবং নির্দেশনাও মেনে চলছেন তাঁরা।