নিবিড় তত্ত্বাবধানে থাকবেন সোনম : অনিল কাপুর
সোয়াইনফ্লু আক্রান্ত বলিউড-তারকা সোনম কাপুর এখন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভক্তদের জন্য সুখবর, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বেশ দ্রুত। তবে যাইহোক, তাতে নিশ্চয়ই বিশেষ চিন্তামুক্ত হতে পারছেন না সোনমের বাবা অনিল কাপুর! মেয়ে সেরে উঠছে- এ কথার পাশাপাশি এও জানালেন, বেশ কিছুদিন কড়া নজরে থাকবেন সোনম। এনডিটিভির খবর বলছে, হাসপাতালে আরো দিন দশেক নিবিড় তত্ত্বাবধানে কাটবে বলিউডের এই হার্টথ্রব নায়িকার।
মুম্বাইয়ে একটি ইভেন্টে গতকাল (২ মার্চ) উপস্থিত হয়েছিলেন অভিনেতা-প্রযোজক অনিল কাপুর। এ সময়েই তাঁকে সোনমের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করা হয়। অনিলের কথাতেই বোঝা যায়, মেয়েকে নিয়ে দুশ্চিন্তা তাঁর বিশেষ কমেনি! ‘গত রাতেও খুব একটা ভালো ছিল না, তবে সকালে অবশ্য বেশ ভালোই মনে হলো। ওকে এখন বেশ কিছুদিন বিশেষ তত্ত্বাবধানে আর পরিচর্যায় রাখা হবে। আরো ১০ দিনের মতো হাসপাতালে থাকতে হবে ওকে। এর পরই সোনমকে বাড়ি নিয়ে আসা হবে’- জানিয়েছেন অনিল কাপুর।
এর আগে, স্বাস্থ্য পরীক্ষায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়ার সাথে সাথেই দ্রুত তাঁকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছিল। রাজকোটের স্টার্লিং হাসপাতালে চিকিৎসকরা রক্ত পরীক্ষায় তাঁর সোয়াইনফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি সম্বন্ধে নিশ্চিত হন। নিজের ফিটনেস ট্রেনারের কাছ থেকেই ‘খুবসুরাত’ সোনম এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর ফিটনেস ট্রেনারও সোয়াইন ফ্লুতে আক্রান্ত।