খানদের বয়কট!
এও কি সম্ভব? খানবিহীন বলিউড? ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী সাধবি প্রাচী অবশ্য মনে করেন সম্ভব। তিনি বললেই যেন হয়ে যাবে! এর আগেও কথা পেচিয়ে শিরোনাম হয়েছেন প্রাচী। এবার দেরাদুনে দলের এক জনসভায় বলে বসলেন- ‘হিন্দুদের উচিত খানদের চলচ্চিত্র বয়কট করা।’
কারণ? সালমান-শাহরুখ-আমির এই তিনজনই নাকি তাদের ছবিতে জিহাদের পক্ষে প্রচারণা চালান। ছেলেমেয়েরা এইসব ছবি দেখে ভুল পথে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ প্রাচীর। বাড়ির দেয়ালে খানদের কোনো ছবির পোস্টার না টানাতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জিহাদি কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়ছে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য হিন্দু দলগুলোর প্রতি আহ্বান জানান প্রাচী।
খানদের ওপর ঝাল ঝেড়ে সরাসরি কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর বিয়ের প্রসঙ্গ টেনে এনেছেন প্রাচী। তার পরামর্শ, ‘বাছা, আর সময় নষ্ট না করে লক্ষ্মী একখানা ভারতীয় মেয়ে বিয়ে করে সংসারী হয়ে যাও!’
জনসভায় এতগুলো কথা কিন্তু প্রাচী নিজে সেধে বলেননি। বিশ্ব হিন্দু পরিষদের ওই জনসভায় এক কিশোরের কাছে তিনি জানতে চেয়েছিলেন, সে বড় হয়ে কী হতে চায়। অত কিছু না ভেবে নিজের মনের কথাটাই বলে দিল সেই কিশোর, বড় হয়ে সে ঋত্বিক রোশান, আমির-শাহরুখ-সালমান খান হতে চায়। ব্যস! গড়গড় করে তাকে এবং সবাইকে খানদের সিনেমা দেখা বাদ দেওয়ার পরার্মশ দিলেন প্রাচী।
রাহুল আর খানদের ওপর ক্ষোভ ঝেড়ে মাদার তেরেসার কথাও বলেছেন প্রাচী। তিনি নাকি সেবার ব্রত নিয়ে মানুষের কাছে গেলেও তাদের ভুল বুঝিয়ে খ্রিস্টধর্মে দীক্ষিত করেছেন। এর আগেও এ রকম নানা বেফাঁস মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছিলেন প্রাচী। কিন্তু তাতে কি, নিজের মনের কথা মানুষকে জানাতে তাঁর কোনো বিরাম নেই।