পর্দার পরীকে দেখতে প্রেক্ষাগৃহে পরীমনি
জীবনে ‘প্রথম’ কোনোকিছুর গুরুত্বই অন্যরকম। আর তাই তো প্রথম অভিনীত চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’ দেখতে মঙ্গলবার রাজধানীর মধুমিতা হলে উপস্থিত হন এই প্রজন্মের আলোচিত নায়িকা পরীমনি। ছবিটি মুক্তি পেয়েছে গত ২৭ ফেব্রুয়ারি। এ সময় পরীমনির সঙ্গে ছিলেন চলচ্চিত্রের পরিচালক শাহ আলম মণ্ডল, ছবির নায়ক জায়েদ খানসহ আরো অনেকে। ‘ভালোবাসা সীমাহীন’ ছবির কলাকূশলীরা এ সময় বেশ আনন্দ নিয়ে চলচ্চিত্রটি উপভোগ করেন।
ছবির প্রদর্শনী শুরুর আগে পরিচালক শাহ আলম মণ্ডল বলেন, ‘গর্ব হচ্ছে একটি ছবির পাশাপাশি পরীর মতো একজন নায়িকা দিতে পেরেছি বাংলাদেশের চলচ্চিত্রে’।
আর ছবির মূল আকর্ষণ পরীমনি বলেন, ‘এই ছবি করার সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে নার্ভাস সময়। অনুভূতি বলে বোঝানো যাবে না। নিজেকে সিনেমা হলে বড় পর্দায় দেখতে পাব এটা আমার হাজার, লক্ষ বছরের স্বপ্ন ছিল । মনে হচ্ছে বহু বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। এখন আর বিষয়টি স্বপ্ন মনে হচ্ছে না কারণ আমি আমার ছবি সিনেমা হলে দেখতে পাচ্ছি। শাহ আলম মণ্ডল স্যারকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই না, উনার হাত ধরে আমি চলচ্চিত্রে এসেছি, উনাকে সারা জীবন আমার পাশে চাই।’
পরীমনি আরো বলেন, ‘আমার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পেয়েছে। দেশের এমন অবস্থাতেও মানুষ আমার ছবি দেখছেন, তাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। তাঁদের বলব আপনারা আমাদের দোয়া করবেন।’
পরিচালক শাহ আলম মণ্ডলেরও এটি প্রথম ছবি। তাই পরীমনির মতো তিনিও উচ্ছ্বসিত। শুটিং সম্পর্কে মণ্ডল বলেন, ‘পরীকে নিয়ে যখন কাজ শুরু করি তখন প্রথমদিন তার নানি মারা যান। শুটিংয়ের ১৩তম দিনে পরীমনি ফিরে এসেছিল। আর শোক ভুলে ভালো কাজ করেছে।’
গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৫১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ভালোবাসা সীমাহীন’। নোমান কথাচিত্রের ব্যানারে নির্মিত এ ছবিতে ছয়টি গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।