মল্লিকার সাথে যত মজা ওমই করেছে : নাসিরুদ্দীন শাহ
ভারতীয় চলচ্চিত্রের দুই শক্তিশালী অভিনেতা নাসিরুদ্দীনন শাহ ও ওম পুরি। বহু বছর পর আবারও একসাথে দুজনে অভিনয় করেছেন কে সি বোকাডিয়ার ‘ডার্টি পলিটিকস’ ছবিতে। বলিউডের আবেদনময়ী তারকা মল্লিকা শেরওয়াতও রয়েছেন এই ছবিতে। ছবিতে মল্লিকার সাথে নাকি তেমন কোনো ‘দৃশ্য’ই নেই নাসিরুদ্দীনের। তাঁর সহ-অভিনেতা ওম পুরির ক্ষেত্রে নাকি পুরো ব্যাপারটাই উল্টো- এমনই জানা গেল পিংকভিলার খবরে। নাসিরুদ্দীনের কষ্ট, মল্লিকার সাথে নাকি যত মজা একলাই করেছেন ওম পুরি!
ওম পুরির এই ‘সৌভাগ্যে’ বড়ই ঈর্ষান্বিত তাঁর পুরনো বন্ধু নাসিরুদ্দীন! হতেই পারেন, তাঁরা তো কেবল একসাথে অভিনয় করেছেন তা নয়; ন্যাশনাল স্কুল অব ড্রামাতেও পড়েছেন। এত দিন পর একসাথে ছবি করলেন, সেখানে ‘হট’ মল্লিকার সাথে নাসিরুদ্দীনের ভাগ্যে দৃশ্য মোটে একটি। ‘আমি মল্লিকার সাথে মোটে একটি দৃশ্যে আছি, অথচ ওম কিনা ওর সাথে দারুণ কয়েকটা উত্তেজক দৃশ্য পেল!’ আর শুধু কি তাই? ‘ওম মল্লিকার ঘাড়ে কুট করে কামড়ে দেওয়ারও সুযোগ পেয়েছে। আহা, ওর ভাবটা এমন যেন একটা আপেলে কামড় দিচ্ছে। আমার কপালটাই খারাপ। আমি তো ছবিতে ও ধরনের ‘লাঞ্চ’ করার সুযোগই পেলাম না!’
‘ডার্টি পলিটিকস’ ছবিতে ওম পুরি অভিনয় করেছেন এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের চরিত্রে। আর মল্লিকার সাথে এত এত বিশেষ দৃশ্যে তো এমনি এমনি করতে হয়নি তাঁকে- কারণ ছবিতে মল্লিকা শেরওয়াতের চরিত্রটির সাথে তাঁর বিশেষ প্রেমের সম্পর্ক রয়েছে!
বন্ধুর ‘বিশেষ দৃশ্যভাগ্য’ এবং ‘মল্লিকা ভাগ্য’ নিয়ে কপট ঈর্ষা আর জবরদস্ত মশকরার পর অবশ্য ছবি নিয়ে মূল কথায় এসেছেন এই নাসিরুদ্দীন শাহ। ‘আমি তো প্রথমে কে সি বোকাডিয়া সাহেবকে বাণিজ্যিক মানসিকতার নির্মাতা মনে করেছিলাম। কিন্তু পরে বুঝলাম যে তিনি ঠিক তেমনটাই নন। তিনি যথেষ্ট যোগ্যতাসম্পন্ন পরিচালক এবং দক্ষ প্রযোজক। তাঁর সাথে এই ছবিতে কাজ করে আমার খুবই ভালো লেগেছে।’
নাসিরুদ্দীন শাহ ও ওম পুরি একসাথে করেছেন বেশ কিছু বিখ্যাত ছবি। এর মধ্যে রয়েছে গোবিন্দ নিহালনির ‘আক্রোশ’, ‘অর্ধসত্য’ ও ‘দ্রোহ কাল’, মৃণাল সেনের ‘জেনেসিস’ এবং কেতন মেহতার ‘মির্চ মাসালা’র মতো শক্তিশালী ছবি। শেষবারের মতো ভারতীয় সিনেমার এই দুই স্তম্ভকে একসাথে দেখা গিয়েছিল রাজকুমার সন্তোষির ‘চায়না গেট’ ছবিতে।