বড় পর্দায় আসছে স্নোডেনের জীবনী
গোয়েন্দার জীবনী নিয়ে ছবি। সেই ছবির ওপর আবার গোয়েন্দাগিরি! ব্যাপারটা কেমন থ্রিলারে ভরপুর! মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন এমনিতেই যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর এক নাম। তাঁর জীবনী নিয়ে সিনেমা। কাজটা ভালোয় ভালোয় শেষ করতে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখেছিলেন পরিচালক অলিভার স্টোন। কিন্তু গোপন কথাটি রইল না গোপনে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে স্নোডেন চলচ্চিত্রের শুটিংয়ের একটি ছবি। আর তা থেকেই নিশ্চিত হওয়া গেল স্নোডেনের ভূমিকায় অভিনয় করেছেন জোসেফ গর্ডন-লেভিট। ৩৪ বছর বয়সী জোসেফের সাথে ছবিতে আরো অভিনয় করেছেন শ্যালেন উডলে। স্নোডেনের বান্ধবী লিন্ডসে মিলসের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিকোলাস কেজ।
লুক হার্ডিংসের বই ‘দ্য স্নোডেন ফাইলস : দ্য ইনসাইড স্টোরি অব দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওয়ান্টেড ম্যান’ অবলম্বনে করা হয়েছে ছবিটির চিত্রনাট্য। যেখানে স্নোডেনের শৈশব থেকে গোয়েন্দা হয়ে ওঠার গল্প যেমন থাকবে তেমনি গোপন তথ্য ফাঁস করে ফেরারি হয়ে যাওয়া জীবনের গল্পও থাকবে। বর্তমানে জার্মানির মিউনিখে এই ছবির শুটিং হচ্ছে। এ বছরের ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে পারে ছবিটি।
এবারের ৮৭তম অস্কারে স্নোডেনকে নিয়ে নির্মিত ‘সিটিজেন ফোর’ সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে।
স্নোডেন ছবির শুটিং চলছে জার্মানির মিউনিখে। ছবি : দ্য গার্ডিয়ান