‘নীলিমা’ শেষে দেশে ফিরছেন ববি
গানের শুটিংয়ের মাধ্যমে শেষ হলো ‘নীলিমা’ ছবির শুটিং। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। গত ১৫ নভেম্বর থেকে বর্তমানে ইউরোপের দেশ মাল্টায় ছবিটির শুটিং শুরু হয়। আজ ৪ ডিসেম্বর ছবির শুটিং শেষ হয়েছে। আগামীকাল নায়িকা ববি, পরিচালক ইফতেখার চৌধুরীসহ পুরো টিম ঢাকায় ফেরার কথা রয়েছে। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ। এ ছাড়া বলিউড অভিনেতা গুলশান গ্রোভার এ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন।
ছবির প্রসঙ্গে ববি বলেন ‘ছবিটি নিয়ে আমার বাড়তি প্রস্তুতি ছিল। আমি ছবিটির চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার জন্য প্র্যাকটিস করেছি নিয়মিত। ছবির গল্প দর্শকদের ভালো লাগবে। আর ভাটশাল শেঠের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা মনে রাখার মতো। সে খুবই হেল্প করেছে। আমিও চেষ্টা করেছি তাকে হেল্প করতে। সব কিছু মিলিয়ে ছবির কাজ শেষ হলো। আমার মনে হয় দর্শক ভালো একটা ছবি হলে দেখতে পাবে। দর্শকদের বলব, আমরা দেশ-বিদেশ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে একটি ছবি নির্মাণ করি। আপনারা যদি হলে এসে ছবি না দেখেন, আমাদের সব কষ্টই নষ্ট হয়ে যায়। আপনাদের জন্যই আমাদের প্রচেষ্টা। প্লিজ আপনারা হলে এসে ছবি দেখুন।’
‘নীলিমা’ ছবিটির সংগীত পরিচালনা করছেন আরমান মালিক। নৃত্য পরিচালনা করছেন আদিল শেখ। এ ছবিতে তিন ভাষায় সংলাপ থাকবে। এগুলো হলো ইংরেজি, বাংলা এবং স্থানীয় মাল্টা ভাষায়। ছবিটির ৯০ ভাগ শুটিংই মালটায়। পরিচালক ইফতেখার চৌধুরী জানান, ‘এ ছবির মূল আকর্ষণ হিসেবে থাকবে লোকেশন। কারণ এর আগে আমার জানা মতে, বাংলাদেশের কোনো ছবির দৃশ্যায়ন মাল্টায় হয়নি।’