মুক্তি পাচ্ছে ‘ডার্টি পলিটিকস’
আদালতের সাথে আজকাল ভারতীয় ছবির ভালোই টক্কর হচ্ছে। ‘পিকে’ নিয়ে মামলা মোকাদ্দমার কথা তো সবারই জানা। এমনই এক ছবি ‘ডার্টি পলিটিকস’, এর মুক্তি আটকে দিয়েছিলেন পাটনার উচ্চ আদালত। নাম শুনে নিশ্চয় বুঝতে পারছেন রাজনীতির নোংরামি নিয়েই তৈরি হয়েছে ছবিটি। তাই কোনো মহলের আপত্তি তো থাকবেই। আপত্তির কারণেই নিষেধাজ্ঞা আরোপ করা হয় ছবিটির ওপর। তবে গতকাল এই নিষেধাজ্ঞা আবার তুলেও নেওয়া হয়েছে। এনডিটিভির খবরে জানা গেল ছবিটি আগামীকাল শুক্রবার (৬ মার্চ) মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
‘ডার্টি পলিটিকস’ ছবির প্রযোজক ও পরিচালক আদালতে লিখিত আবেদন করেছিলেন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে। এই আবেদনে জানানো হয় যে ছবিতে আপত্তিকর কোনো বিষয়বস্তু উপস্থাপন করা হয়নি। সেই সাথে উল্লেখ করা হয়, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি), অর্থাৎ ভারতের সেন্সর বোর্ড কোনো দৃশ্য কর্তন ছাড়াই ছবিটিকে ছাড়পত্র দিয়েছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ছবিটির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেয়। গণমাধ্যমকে এ তথ্য জানান ছবির নির্মাতা কে সি বোকাডিয়ার আইনজীবী অনিল কুমার সিনহা।
নির্মাতা কে সি বোকাডিয়া নিষেধাজ্ঞা তুলে নিয়ে ছবিটি মুক্তির অনুমতি দেওয়ার জন্য আদালতকে ধন্যবাদ জানিয়েছেন। ‘আমি আদালতকে বলেছি আমার ছবিতে আপত্তিকর কোনো দৃশ্য নেই’- বলেন বোকাডিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে এখন ছবিটি মুক্তি দিতে পারায় তাঁর তো খুশি হওয়ারই কথা!
কে সি বোকাডিয়া এ ছবি পরিচালনা করেছেন, গল্পটাও তাঁরই লেখা। এই ছবিতেই বহু বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে ওম পুরি ও নাসিরুদ্দীন শাহ্কে। শেষবার তারা একসাথে অভিনয় করেছিলেন রাজকুমার সন্তোষির ‘চায়না গেট’ ছবিতে। এই দুই শক্তিশালী অভিনেতাই কেবল নন, এ ছবিতে আরো রয়েছেন জ্যাকি শ্রফ, মল্লিকা শেরওয়াত, অনুপম খের, আশুতোষ রানার মতো তারকা।