হাসপাতাল থেকে সোজা জন্মদিনের পার্টিতে সোনম!
অসুস্থ সোনম কাপুর আজ ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে। হাসপাতাল থেকে বেরিয়েই যাচ্ছেন জন্মদিনের পার্টিতে! মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালের ডাক্তাররা কি চটে যেতে পারেন? না, তার সম্ভাবনা অবশ্য নেই বললেই চলে, কারণ সোনম তাঁর বোন রিয়ার জন্মদিনে যোগ দেবেন। এই পার্টি একদম পারিবারিক, আর ঘরোয়া তো বটেই! টাইমস অব ইন্ডিয়ার খবরে যদ্দুর জানা গেল, শারীরিকভাবে এখন মোটামুটি সুস্থ সোনম।
‘সোনম এখন মোটামুটি সুস্থ। সে এখন বাসায় পূর্ণ বিশ্রাম নেবে’, জানিয়েছেন সোনমের এক মুখপাত্র। এর আগে সোনমের বাবা অনিল কাপুরও মেয়ের ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশ্বস্ত করেছিলেন গণমাধ্যমকে।
সোয়াইন ফ্লু আক্রান্ত বলিউডের এই হার্টথ্রব নায়িকাকে গত ১ মার্চ মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ছিলেন। স্বাস্থ্য পরীক্ষায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়ার সাথে সাথেই দ্রুত তাঁকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছিল।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সোয়াইন ফ্লু পরীক্ষার আগে প্রচণ্ড জ্বর আর গলার ব্যথায় ভুগছিলেন সোনম কাপুর। এ অবস্থায় তাঁকে রাজকোটের স্টার্লিং হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসকরা রক্ত পরীক্ষায় তাঁর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। নিজস্ব ফিটনেস ট্রেনারের কাছ থেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সোনম বলে ধারণা করা হচ্ছে। তাঁর ফিটনেস ট্রেনারও সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
রাজকোটের গন্ডাল নামের এক এলাকায় সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধান পায়ো’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোনম। এ সময়েই আক্রান্ত হয়েছিলেন সোয়াইন ফ্লুতে। তার অসুস্থতার জন্য অবশ্য ছবির কাজ একদম আটকে যায়নি, তবে সতর্ক হয়ে গেছেন ইউনিটের সবাই। শুটিং ইউনিটের সবাইকেই বিশেষভাবে পরীক্ষা করা হয়েছে যে তাঁরাও সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন কি না। একই সাথে এই রোগ প্রতিরোধের জন্য সব ধরনের ওষুধ এবং নির্দেশনাও মেনে চলছেন তাঁরা।