বিয়ের ৫ মাস পরই বিচ্ছেদ হয় বাঁধনের
মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মাশরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয়েছিল ২০১০ সালের ৮ সেপ্টেম্বর। স্বামী পেশায় ছিলেন ব্যবসায়ী। কিন্তু বিয়ের পাঁচ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ ঘটে। বিষয়টি এতদিন গোপনই রেখেছিলেন বাঁধন। বাঁধন এখন সিঙ্গেল মাদার, চার বছরের একটি মেয়েসন্তান রয়েছে তাঁর।
সন্তান ও ক্যারিয়ার নিয়ে বাঁধন কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি আর মাশরুর এক মাসের পরিচয়ের মধ্যে বিয়ে করি। বিয়ের পাঁচ মাস পরেই আমি কনসিভ করি এবং এর পরপরই আমি আমার বাবার বাসায় চলে আসি। এরপর আমি আর মাশরুরের বাসায় যাইনি। আমরা এখন আলাদা আছি।’
বিয়ের পর বাঁধন ঘোষণা দিয়েছিলেন, তিনি আর মিডিয়াতে কাজ করবেন না। অনেকটা অভিমান থেকেই এমন ঘোষণা দিয়েছিলেন বাঁধন। কিন্তু তারপরও ফিরে এসেছেন মিডিয়ায়। কেন? উত্তরে বাঁধন বলেন, ‘আমি ঘোষণা দিয়েছিলাম যে মিডিয়ায় আর কাজ করব না। কিন্তু নিজের জীবন ও বাচ্চার কথা ভেবে এখন আমি নিয়মিত কাজ করছি। বলতে পারেন, আমার মেয়ে সায়রা আমার সাফল্যের চাবিকাঠি। কারণ ওর জন্মের পর থেকেই অনেক ভালো ভালো কাজের প্রস্তাব আমি পেয়েছি এবং এখনো কাজ করে যাচ্ছি। সায়রা, আমার জীবনের সবকিছু। ওকে নিয়েই এখন আমি থাকতে চাই।’
স্বামীর সঙ্গে থাকছেন না বাঁধন, কিন্তু তাঁদের মধ্যে কি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ বা ডিভোর্স হয়েছে? উত্তরে বাঁধন বলেন, ‘এই বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না। তবে খুব শিগগির এই বিষয়টি নিয়ে সবার সঙ্গে আমি খোলাখুলি আলাপ করব। তবে আমরা যে আলাদা থাকছি, এটা শতভাগ সত্য।’