ওজন কমিয়েছি ২২ কেজি!
একসময় পর্দায় ছিল নিয়মিত উপস্থিতি। সময়ের সঙ্গে সঙ্গে কমিয়ে দিয়েছেন কাজ। এখন কাজ বাছাই করেন অনেক ভেবেচিন্তে। মাঝখানে বিরতিও নিয়েছিলেন লম্বা সময়ের। বলা হচ্ছে, অভিনেত্রী শানারেই দেবী শানুর কথা। ছোটপর্দায় ফিরেছেন আবারও, ওজন কমিয়েছেন ২২ কেজি। ব্যক্তিগত জীবন আর কর্মজীবন মিলিয়ে-মিশিয়ে আলাপ করেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : আপনাকে আজকাল ধারাবাহিক নাটকগুলোতে বেশি দেখতে পাচ্ছি। বিশেষ কোনো কারণ?
উত্তর : ও রকম কিছু নয়। আসলে এ বছর অনেকগুলো ধারাবাহিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এর মধ্যে চারটা এখন প্রচারিত হচ্ছে। সামনে আরো কয়েকটায় কাজ করারও কথা চলছে।
প্রশ্ন : বিশেষ কোনো চরিত্রের প্রতি আপনার দুর্বলতা রয়েছে?
উত্তর : যেকোনো ধরনের চরিত্রেই অভিনয় করতে আমার ভালো লাগে। আলাদা করে বলতে গেলে, প্রতিবন্ধী চরিত্রে কাজ করা বেশ কঠিন। একজন স্বাভাবিক মানুষ যখন অস্বাভাবিক চরিত্রে অভিনয় করতে পারে, তখনই তাঁর অভিনয় দক্ষতা বোঝা যায়। কখনো সুযোগ পেলে এমন চরিত্রে অভিনয় করতে চাই।
প্রশ্ন : মাঝে তো অনেক দিন আপনাকে পর্দায় দেখা যায়নি। তা বিরতির কারণ কী?
উত্তর : মা হওয়ার পর একটু মুটিয়ে গিয়েছিলাম। ওজন হয়ে গিয়েছিল ৮৪ কেজি। ওই সময়টায় তাই ইচ্ছা করেই একটু ব্রেক নিয়েছিলাম। নিয়মিত ডায়েট করেছি। দিনে দুই-তিন ঘণ্টা করে হেঁটেছি। ওজন কমিয়েছি ২২ কেজি!
প্রশ্ন : শুটিংয়ের ফাঁকে কী করতে ভালো লাগে?
উত্তর : ফেসবুকিং তেমন একটা করা হয় না। অবসরে ইউনিটের সবার সঙ্গে আড্ডা দিই।
প্রশ্ন : আপনার প্রিয় সহশিল্পী কারা?
উত্তর : চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং সাজু খাদেম।
প্রশ্ন : ভালোবাসার কথা প্রিয়জনকে কীভাবে বলতে ভালোবাসেন? আমাদেরও জানান!
উত্তর : আসলে ভালোবাসা প্রকাশের জন্য কোনো না কোনো মাধ্যম তো লাগবে। না হলে ভালোবাসার মানুষটি বুঝবে কী করে বলুন! এটা মুখেও বলা যেতে পারে, আবার একটা টেক্সট করেও জানানো যায়। এটা আপনার বিষয় যে আপনি কীভাবে জানাবেন। ভালোবাসা শব্দটা ছোট্ট, কিন্তু এর তো অনেক গভীরতা। আমার কথা যদি জানতে চান, আমি ভালোবাসা প্রকাশ করি অভিব্যক্তি দিয়ে।
প্রশ্ন : ভবিষ্যৎ নিয়ে কোনো বিশেষ চিন্তাভাবনা...
উত্তর : ভালো চরিত্রে অভিনয় করে যেতে চাই। তবে সবকিছুর আগে আমার পরিবার প্রাধান্য পাবে। পরিবারের চাওয়া-পাওয়া আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।
প্রশ্ন : আর একটা কথা, চলচ্চিত্রে অভিনয় করবেন না?
উত্তর : অবশ্যই চলচ্চিত্রে অভিনয় করতে চাই। হয়তো ব্যাটে-বলে মিলছে না বলেই করা হচ্ছে না। পছন্দসই চরিত্র পেলে চলচ্চিত্রে কাজ করতে আপত্তি কিসের?