সোনমকে দেখতে গেলেন জ্যাকলিন
বলিউডে হয়তো একজনের সাথে আরেকজনের সেয়ানে সেয়ানে লড়াই। কিন্তু ব্যক্তিজীবনে তো আর তেমন নয়! সোয়াইন ফ্লুতে আক্রান্ত সোনম এখন অনেকটা আশঙ্কামুক্ত, বিশ্রাম নিচ্ছেন বাড়িতে। সোনমকে দেখতে সোজা বাসায় গিয়ে হাজির বলিউডের আরেক হার্টথ্রব জ্যাকলিন ফার্নান্দেজ। সোনম এখন বেশ ভালোইন আছে বলে জানিয়েছেন জ্যাকলিন-এমনই খবর এনডিটিভির।
জ্যাকলিন গতকাল টুইটারে সোনমের সাথে একটি ছবি পোস্ট করেন। বেশ মজা করে দুজনেই একটি জীবাণুরোধক মাস্ক পরে রয়েছেন, আর সেলফি ক্লিক করেছেন জ্যাকলিন। যতই নিশ্চিন্ত দেখাক না কেন, সোয়াইন ফ্লুর ধকলটা যে সোনমের ওপর ভালোই গিয়েছে-তাও বেশ বোঝা যাচ্ছিল।
সোনম কাপুর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গতকাল। হাসপাতাল থেকে বেরিয়ে যোগ দিয়েছেন বোন রিয়ার জন্মদিনের পার্টিতে। জন্মদিনে সময়টা ভালোই কাটিয়েছেন। পরে নিজের শারীরিক অবস্থা বেশ ভালোর দিকে-এই কথা জানিয়ে টুইটও করেছেন। সেইসাথে শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।
সোয়াইন ফ্লু আক্রান্ত বলিউডের এই হার্টথ্রব নায়িকা গত ১ মার্চ মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ছিলেন। স্বাস্থ্য পরীক্ষায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়ার সাথে সাথেই দ্রুত তাঁকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছিল।
রাজকোটের গন্ডাল নামক এলাকায় সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধান পায়ো’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোনম। এ সময়েই আক্রান্ত হয়েছিলেন সোয়াইন ফ্লুতে। তাঁর অসুস্থতার জন্য অবশ্য ছবির কাজ একদম আটকে যায়নি, তবে সতর্ক হয়ে গেছেন ইউনিটের সবাই। শুটিং ইউনিটের সবাইকেই বিশেষভাবে পরীক্ষা করা হয়েছে যে তাঁরাও সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন কি না। একই সাথে এই রোগ প্রতিরোধের জন্য সব ধরনের ওষুধ এবং নির্দেশনাও মেনে চলছেন তাঁরা।