হ্যারিসন ফোর্ড গুরুতর আহত
সিনেমার পর্দায় সব সময় দুর্দান্ত সব অ্যাকশনের স্টান্ট করেছেন হ্যারিসন ফোর্ড। কিন্তু বাস্তব তো সব সময় সিনেমার সাথে মেলে না। তার খুদে প্লেনটি লস অ্যাঞ্জেলেসের পেনমার গলফ কোর্সের বাইরে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।
চালকের আসনে থাকা হ্যারিসন মাথার বেশ কিছু অংশে আঘাত পেয়েছেন এবং তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সেলিব্রেটি ওয়েবসাইট টিএমজেড এ প্রকাশিত হয়েছে। হ্যারিসনের পুরোনো মডেলের প্লেনটির দুমড়ে যাওয়া ছবিও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, তবে এই বর্ষীয়ান অভিনেতার কোনো মুখপাত্র বা কেউই এই ঘটনার বিষয়ে কোনো ঘোষণা দেননি বা তথ্য জানাতে রাজি হননি।
লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, এক ইঞ্জিনের প্লেনটি একদম ভেঙেচুরে গেছে আর এর ‘আরোহী’ও গুরুতরভাবে আহত হয়েছেন। ‘আমাদের কোনো রোগীর নামই আমাদের জানানোর এখতিয়ার নেই’-এভাবেই হ্যারিসন ফোর্ডের বিষয়টি এড়িয়ে গিয়েছেন এরিক স্কট নামের এই কর্মকর্তা। বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন তিনি।
‘আমরা এসে দেখলাম পেনমার গলফ কোর্সে একটা ছোট্ট এয়ারক্র্যাফট ভেঙেচুরে পড়ে আছে। এই জায়গাটা সান্তা মোনিকা বিমানবন্দরের কাছেই। আহত অবস্থায় আমরা একজন পূর্ণবয়স্ক লোককে উদ্ধার করি। তাঁকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে’-এএফপিকে জানিয়েছেন স্কট। অবশ্য, হ্যারিসন ছাড়া অন্য কেউই এই দুর্ঘটনায় আহত হননি বলে জানান তিনি।
হ্যারিসন ফোর্ড একজন লাইসেন্সধারী পাইলট। প্রায়ই শারীরিক চোট বাধানোর বিষয়টি তাঁর ক্ষেত্রে নতুন কিছু নয় অবশ্য! কেবল প্লেন চালিয়ে নয়, বিভিন্ন সময়েই অভিনয়ের কাজে কিংবা নিজস্ব অ্যাডভেঞ্চারে আহত হওয়ার রেকর্ড ভালোই আছে এই বিখ্যাত অভিনেতার। গত বছরের জুন মাসেই ‘স্টার ওয়ারস’ ছবির শুটিংয়ে পা ভেঙেছিলেন।