হোলিতে শ্রদ্ধা-দীপিকা-বিদ্যার বিউটি টিপস
হোলির রঙে মাতোয়ারা আজ বলিউড। কিন্তু ফুর্তির সাথে সাথে রূপ-রক্ষাও তো চাই। দুনিয়ার সব রং মাখিয়ে শেষে ত্বকের ক্ষতি হলে কি চলবে বি টাউনের সুন্দরীদের? একদমই না! সে নিয়ে সচেতনও আছেন বটে তাঁরা। বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর তো রীতিমতো হোলিতে ত্বকের যত্নে বিশেষ বিউটি টিপস বাতলে দিয়েছেন। হোক না রঙের ঢঙে মেতে ওঠার উৎসবের মধ্যেও নিজেদের চুল আর ত্বক ভালো রাখা নিয়ে সচেতন তাঁরা। এনডিটিভির খবরে জানা গেল, হোলিখেলাকে নিয়ে একদম হেলাফেলা নেই ওঁদের!
অভিনেত্রী বিদ্যা বালান এ বছর তাঁর বাবার সঙ্গে হোলি খেলবেন। পুরোনো দিনের কথা মনে পড়েছে তাঁর, ‘হোলির দিনটায় বাবা বেলুনের মধ্যে পানি ভরে ফুলাতো। আমরা একসঙ্গে ছাদে যেতাম আর একজন আরেকজনকে সেই বেলুনগুলো ছুড়ে মারতাম।’
হোলির দিনে ত্বকের যত্ন সম্বন্ধে বিদ্যা বলেন, ‘হোলির আগে আমি ভালো করে আমার চুলে তেল ম্যাসাজ করি, যাতে হলির রং আর ময়লা চুলের কোনো ক্ষতি করতে না পারে। এমনকি মুখেও আমি তেল মেখে নেই, যাতে চামড়ায় রং গেঁড়ে না বসে!’ হোলিতে বিদ্যার প্রিয় এক গান হলো ‘রং বর্সে’।
যেখানে বিদ্যা তাঁর চুল ও ত্বকের সুরক্ষায় তেল ব্যবহার করছেন, সেখানে দীপিকাও বা পিছিয়ে থাকবেন কেন? তিনিও নারিকেল তেল বেছে নিয়েছেন রং আর ধুলা থেকে বাঁচতে। দীপিকা বলেন, ‘আমি সব সময় আমার চুলে নারিকেল তেল ম্যাসাজ করি। এটা শুধু আমার চুলকে রং এবং কেমিকেল থেকে রক্ষা করে না বরং চুলে নারিশমেন্টেরও কাজ করে। হোলিখেলার আগে আমি ত্বকে ভালো করে ময়েশ্চারাইজার দিই এবং সানস্ক্রিন ব্যবহার করি। এটা খুব সহজে ত্বক থেকে রং দূর করতে সাহায্য করে এবং সূর্যের আলো থেকে ত্বক রক্ষা করে।’
ছোটবেলা থেকেই হোলি দীপিকার খুব পছন্দের উৎসব। মজার বিষয়, সিনেমার শুটিংয়ে ব্যস্ততার কারণে এ বছরের হোলিটি তাঁকে শুটিংয়েই করতে হবে!
“আমি ‘তামাশা’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবির দুটির শুটিংয়ে আছি, তাই হলি এই শুটিংয়ের সেটেই করতে হবে। এ বছর এটা আমার জন্য ওয়ার্কিং হলি।”
হলির পছন্দের গান সম্বন্ধে দীপিকা বলেন, “আমি জানি এটা আমার নিজের সিনেমার গান কিন্তু ‘বালাম পিচকারি’ এবং ‘লাহু মুহ লাগগায়া’ বর্তমানে আমার পছন্দের হলির গান।”
অন্যদিকে শ্রদ্ধা কাপুর এ বছর তাঁর ‘এবিসিডি২’ সিনেমার দল নিয়ে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের বাসায় হলি খেলবেন। এটাই হয়তো তাঁর জীবনের সেরা হলি উৎসব হবে। দীপিকার মতো শ্রদ্ধারও হলির প্রিয় গান ‘বালাম পিচকারি’।
এই উৎসবে নিজের চুল এবং ত্বকের পরিচর্যা সম্বন্ধে শ্রদ্ধা বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের আগে সব সময় আমি চুলে পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করি। এটা চুলের সুরক্ষায় কাজ করে। এ ছাড়া হোলির আগে আমি মুখে ভালোভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি।’
বলিউডে অভিষেকের পর ‘হিরোপান্তি’র ক্রিতি সানানের এ বছরই প্রথম হোলি। হোলি উৎসবের খেলাধুলা করবেন পরিবারের মাঝেই। ত্বক নিয়ে সতর্ক তিনিও। সেই সাথে জানিয়েছেন, তাঁর প্রিয় হোলির গান ‘রং বর্সে’!