মামলায় ফাঁসলেন দীপিকা
এআইবি রোস্টের বিতর্ক সহসাই শেষ হচ্ছে না ভারতে। অনুষ্ঠানে সরাসরি অংশ না নিলেও মামলায় জড়িয়েছেন দীপিকা। অনুষ্ঠান চলাকালীন দর্শকের গ্যালারি থেকে বিভিন্ন কথাবার্তা, অঙ্গভঙ্গি আর চেঁচামেচি করেই বিপদে পড়েছেন বলিউডের এই হার্টথ্রব নায়িকা। তবে দীপিকার আইনজীবীর যুক্তি এবং ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে মুম্বাইয়ের উচ্চ আদালত ১৬ মার্চের আগে দীপিকাকে গ্রেপ্তার না করার নির্দেশনা দিয়েছেন। তবুও দ্য হিন্দুর খবরে বোঝা গেল, গ্রেপ্তার হওয়ার শঙ্কাটা যাচ্ছে না দীপিকার।
উচ্চ আদালত অভিযোগ তুলেছেন, অনুষ্ঠানে অশ্লীল আলাপচারিতার সময় দীপিকা ছিলেন উচ্ছ্বসিত। দীপিকার উচ্ছ্বাসের অভিব্যক্তিই ছিল অপরাধ। তাই মামলায় জড়িয়ে যান দীপিকা।
শেষপর্যন্ত দীপিকা গ্রেপ্তার হবেন কি হবেন না তা জানতে অপেক্ষা করতে হবে ১৬ মার্চ পর্যন্ত।
দীপিকার আইনজীবী অমিত নায়েক বলেন, দীপিকাকে গ্রেপ্তার না করার নিদের্শনা দিয়েছেন উচ্চ আদালতের বিচারক রঞ্জিত মোরে ও অনুজা প্রভুদেসাই।
গত বছরের ডিসেম্বরে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের উদ্যোগে এক বিশেষ কৌতুকানুষ্ঠান ‘এআইবি রোস্ট’ আয়োজনের পর থেকেই তুমুল বিতর্ক তৈরি করেছে। অনুষ্ঠানে অশ্লীল ও আপত্তিজনক কথা বলার অভিযোগে রণবীর সিং, করণ জোহার ও অর্জুন কাপুরের বিরুদ্ধে মামলা হয়। ইউটিউব থেকেও সরিয়ে নেওয়া হয় এই অনুষ্ঠানের সব ভিডিও। এই অনুষ্ঠানের পক্ষে-বিপক্ষে কথা বলে তুমুল তর্ক উঠেছে বলিউডেও। এক কথায়, এই অনুষ্ঠানে মতামতের হিসাবে বলিউড মতামত দুই ভাগে ভাগ হয়ে গেছে বললেও ভুল হবে না।