এক পায়ে দাঁড়িয়েছিলাম দেড় ঘণ্টা : পিয়া বিপাশা
পিয়া বিপাশা। এ সময়ের জনপ্রিয় এক মডেলের নাম। কিন্তু মডেলিং নয়, ইদানীং তিনি অভিনয়ের প্রেমে মজেছেন। তার মানে অবশ্য এ নয় যে তিনি মডেলিং ছেড়ে দিচ্ছেন। দুটোই করবেন তিনি সমান তালে। তবে অভিনয়ের প্রতি ঝোঁকটা তাঁর বাড়ছে, সে সঙ্গে বাড়ছে অভিনয়ে ব্যস্ততাও। এসব বিষয়ে পিয়া কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : খণ্ড নাটকগুলোতে অভিনয় করতে কেমন লাগছে?
উত্তর : খুব ভালো। একসময় অভিনয়কে অনেক ভয় পেতাম। আর এখন অভিনয়ের প্রেমে পড়েছি। প্রতিদিনই লাইট-ক্যামেরার সঙ্গে সময় কাটছে। দর্শকের সাড়াও পাচ্ছি।
প্রশ্ন : তাহলে কি এখন অভিনয়ে সিরিয়াস হচ্ছেন?
উত্তর : হ্যাঁ, নিয়মিত অভিনয় করতে চাই। ওই যে বললাম অভিনয়ের প্রেমে পড়েছি।
প্রশ্ন : আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করেছেন। নাটক নাকি চলচ্চিত্র, কোনটাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী?
উত্তর : আপাতত নাটকে বেশি সময় দিতে চাই। তবে চলচ্চিত্র্রেও কাজ করতে আমি আগ্রহী।
প্রশ্ন : আর মডেলিং?
উত্তর : খুব ভেবেচিন্তে করছি। মডেলিং ছাড়ব বিষয়টা এ রকম নয়।
প্রশ্ন : বড় বিলবোর্ডে নিজেকে দেখতে কেমন লাগে?
উত্তর : অনেক ভালো। অনেক মজা নিয়েই আমরা কাজগুলো করি। বিলবোর্ডে নিজেকে দেখতে অনেক ভালো লাগে। অভিজ্ঞতার কথা যদি বলি, আমার এমনও সময় গেছে ফটোশুটের জন্য এক পা খাড়া রেখে দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম। হয়তো শুটের পর অসুস্থ হয়েছি, কিন্তু কাজটা উপভোগ করেছি।
প্রশ্ন : আপনার অভিনীত প্রথম নাটক কী?
উত্তর : ‘দ্বিতীয় মাত্রা’। সহশিল্পী ছিলেন তাহসান ভাইয়া। নাটকে অভিনয় ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক সাহায্য করেছেন তিনি। তাহসান ভাইয়া অনেক ভালো একজন মানুষ।
প্রশ্ন : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাটুস কুটুস’-এর শুটিং কেমন হলো?
উত্তর : ভালো। শুটিংয়ের আগে আমরা ছয় দিন রিহার্সেল করেছি। চরিত্রটি ভালোভাবে রপ্ত করেছিলাম। অভিনয় তাই সহজ মনে হয়েছে।
প্রশ্ন : শুটিং চলাকালীন অবসরে আপনি কী করেন?
উত্তর : যতটুকু সময় পাই কারো সঙ্গে কথা বলি না। সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ি।