অবসরে নিজের বাগানবাড়িতে রাজ্জাক
নায়করাজ রাজ্জাক পরিবারের সদস্যদের নিয়ে আজ শনিবার সকালে পুবাইলে নিজেদের বাগানবাড়িতে যান অবসর কাটানোর জন্য। রাজ্জাকের ছেলে সম্রাট জানান, বয়সের কারণে নানা অসুখ শরীরে বাসা বাঁধলেও আপাতত ভালো আছেন তিনি, সামান্য ঠান্ডা লেগেছে এই যা। এনটিভি অনলাইনকে সম্রাট জানান, ইদানীং তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
সম্রাট এনটিভি অনলাইনকে আরো বলেন, ‘নাতিদের সঙ্গে খেলা করাটা তাঁর শখ, তা ছাড়া নাতিরাও ওনার খুব ভক্ত। প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে সবারই ভালো লাগে, তাই আমরা পুরো পরিবারই এখানে এসেছি। সারা দিন এখানে থাকব। সন্ধ্যায় আমরা ঢাকায় ফিরব। এখানে আমাদের একটা বাগানবাড়ি আছে, যেখানে আমরা মাঝেমধ্যে বেড়াতে আসি। আব্বা সুস্থ আছেন, তবে তাঁকে কিছুটা নিয়মের মধ্য দিয়ে চলতে হয়, সেজন্যই আমরা সব সময়ই পারিবারিক বলয়ের মধ্যে আব্বাকে রাখি। আপনারা দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন।’
কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে রাজ্জাকের রাজলক্ষ্মী প্রোডাকশন আর চলচ্চিত্র নির্মাণ করবে না। এটা কি ঠিক? এ প্রশ্নের জবাবে রাজ্জাকপুত্র সম্রাট বলেন, ‘চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার কোনো সুযোগ আসলে আমাদের নেই। তবে এখন আর কোনো নতুন চলচ্চিত্র নিয়ে ভাবছি না। কারণ চলচ্চিত্রটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। গল্পের ঠিক নেই। শিল্পীদের অভিনয় ঠিক নেই, দর্শক হলে এসে ছবি দেখছে না। আর যারা বাসায় বসে মাঝেমধ্যে আমাদের ছবি দেখে, তাদের কাছে চলচ্চিত্রটা হাসির বস্তু।’
বাংলাদেশের চলচ্চিত্র এমন অবস্থায় গেল কেন? উত্তরে অভিনেতা ও টেলিফিল্ম নির্মাতা সম্রাট বলেন, ‘একসময় বলা হতো আমাদের চলচ্চিত্রে অশ্লীলতার কারণে দর্শক হলে আসছে না। আর এখন আইটেম গানের নামে নতুন করে চলছে অশ্লীলতা। ভারতসহ বিভিন্ন দেশে আইটেম গান হয়, কিন্তু আমাদের দেশে যারা আইটেম গানে কাজ করছেন, যেভাবে তাঁদের উপস্থাপন করা হচ্ছে, এতে ঘরে বসে যাঁরা মাঝেমধ্যে আমাদের চলচ্চিত্র দেখেন তাঁদের কাছে বিষয়টি কৌতুকে পরিণত হচ্ছে। আমাদের দর্শক যাঁরা হলে একসময় আসতেন, তাঁরা আর কোনোদিনই ফিরবেন না, যদি এই ধরনের চলচ্চিত্র বন্ধ না হয়। কে তারকা আর কে অভিনয়শিল্পী, বোঝার উপায় নেই। ছবিতে কাজ করতে এসে প্রথমেই তারকা হয়ে যায়। অভিনয়শিল্পী হওয়ার ইচ্ছে নেই কারো। তাদের কথা শুনলে নিজেরই ভয় করে। আমরা এত দিন ধরে অভিনয় করছি, অনেক চিন্তা-ভাবনা করে কথা বলি। কেমন যেন বড়দের প্রতি শ্রদ্ধাও কমে যাচ্ছে আজকাল। আশা করি আবারও সব ঠিক হয়ে যাবে।’
সম্রাট সম্প্রতি নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত টেলিফিল্ম ‘দায়ভার’-এর কাজ শেষ করেছিলেন। এই টেলিফিল্মে নির্দেশনা দেওয়ার পাশাপাশি সম্রাট নিজেও অভিনয় করেছিলেন।