প্রথমবারের মতো বাপ্পী ও মিম একসাথে
আগামী ১৪ মার্চ ব্যাংকক যাচ্ছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন ‘সুইটহার্ট’ ছবির শুটিং করতে। সাথে থাকবেন এ সময়ের ব্যাস্ত নায়ক বাপ্পি চৌধুরী ও মডেল কন্যা মিম। ছবির ৯০ ভাগ কাজ শেষ। এখন শুধু একটি গান আর কিছু দৃশ্যের শুটিং বাকি। ২২ মার্চ সব কাজ শেষ করে ঢাকায় ফিরবে সুইটহার্টের পুরো টিম।
পরিচালক সুমন এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের ছবির শুটিং প্রায় শেষ । একটি গান আর কিছু সিক্যুয়েন্স বাকি আছে। শিডিউল আগেই করা ছিল। আমরা সব ধরনের কাগজপত্র তৈরি করে এখন ব্যাংকক যাওয়ার অপেক্ষায়।’
নায়ক বাপ্পি বলেন, ‘এই ছবিতে আমি কলেজ পড়ুয়া ছাত্রের ভূমিকায় অভিনয় করছি। আমি পড়াশোনা করতে দেশের বাইরে যাই। তো দেশের বাইরে যখন আমি পড়ছি সে সময়ের কিছু দৃশ্য আছে সেগুলো করলেই ছবির কাজ শেষ হবে।’
মিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে বাপ্পি বলেন, ‘মিম অনেক অনেক ভালো অভিনয় করেন। আর চলচ্চিত্রটা তিনি বোঝেন। অনেকে মনে করেন নাটকে যাঁরা কাজ করেন তাঁরা চলচ্চিত্রে ভালো কাজ করতে পারেন না। এই কথাটা মিমের বেলায় একদম ঠিক নয়। তিনি অভিনয় যেমন ভালো করেন তেমনি ভালো নাচও করেন।’
ছবির চরিত্রগুলো সম্পর্কে বাপ্পি বলেন, ‘আমি ও মিম একই কলেজে পড়ি আর সেখানেই আমাদের পরিচয়, সেখানেই আমাদের প্রেম হয়। কিন্তু আমি পড়াশোনা করতে দেশের বাইরে চলে যাওয়ার পর মিম হুট করেই রিয়াজ ভাইকে বিয়ে করে ফেলেন। আর সেখান থেকেই গল্পের শুরু, বাকিটা বলা যাবে না।’
'সুইটহার্ট' ছবির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি হচ্ছেন বাপ্পী ও মিম। গত বছর ১৯ অক্টোবর এফডিসির চার নম্বর ফ্লোরে মহরতের মাধ্যমে এর শুটিং শুরু হয়। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এতে মিম ও বাপ্পী ছাড়াও অভিনয় করবেন রিয়াজ।