ভালো গল্পের অপেক্ষায় কারিশমা ও কারিনা
কারিশমা কাপুর ও কারিনা কাপুর। বলিউডের ঐতিহ্যবাহী কাপুর পরিবারের দুই কন্যা। দুজনই যার যার সময়ে বলিউডে রাজত্ব করেছেন। কিন্তু একসাথে কোনো ছবিতে কাজ করা হয়নি দুই বোনের। এ নিয়ে অপেক্ষা থাকলেও আক্ষেপ নেই কারোরই।
কারিনার মতে, ভালো একটা গল্প ও চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছেন তাঁরা। সেটা মিলে গেলেই একসাথে পর্দায় দেখা যাবে দুই বোনকে। দিল্লিতে ম্যাগনাম আইসক্রিমের উদ্বোধনী অনুষ্ঠানের আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘আমরা একসাথে কাজ করার অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু কোনোটাই পছন্দ হয়নি। আমরা অপেক্ষায় আছি ঠিকঠাক চিত্রনাট্যের।’
২০০৩ সালে বিয়ে করে বলিউডকে বিদায় জানান কারিশমা। তারপর আর সিনেমায় নিয়মিত হননি তিনি। ২০১২ সালে সর্বশেষ ‘ডেঞ্জারাস ইশক’ ছবিতে অভিনয় করেছিলেন কারিশমা। তবে সরাসরি পর্দায় দেখা না গেলেও দুই বোন একসাথে কাজ করেছেন সালমান খানের ‘বডিগার্ড’ ছবিতে। সেখানে সালমানের বিপরীতে ছিলেন কারিনা। আর কারিনার কণ্ঠ ডাবিং করেছেন কারিশমা।
টেলিভিশন রিয়েলিটি শো নাচ বালিয়েতে বিচারকের ভূমিকা পালন করেছেন কারিশমা। আর সেখানে একবার নিজের ছবির প্রচারণা চালাতে গিয়ে নেচেও এসেছেন কারিনা। মোটামুটি এই হলো দুই বোনের পর্দা ভাগাভাগির ইতিহাস।
১৯৯০-এর দশকে কারিশমার বলিউড যাত্রা শুরুর পর পরই তুমুল জনপ্রিয়তা পান কারিশমা। আমির-সালমান-শাহরুখ তিন খানের সাথেই রয়েছে কারিশমার সুপারহিট সব ছবি। কারিশমার জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘আন্দাজ আপনা আপনা’ ও ‘বিবি নাম্বার ওয়ান’।
কারিশমার প্রায় এক দশক পরে বলিউডে যাত্রা শুরু করেন ছোট বোন কারিনা। শুরুতে সাফল্য না পেলেও ‘জাব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’, ‘ওমকারা’, ‘চামেলি’ ছবিতে কারিনার অভিনয় প্রশংসিত হয়েছে।