জ্বর নিয়ে শুটিং করছি : সুজানা
মিউজিক ভিডিও করে এরই মধ্যে নজর কেড়েছেন সুজানা জাফর। তা ছাড়া মডেলিং জগতেও তিনি বেশ জনপ্রিয়। আগে শখের বসে অভিনয় শুরু করলেও এখন তিনি পেশাদার অভিনেত্রী। খণ্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। সম্প্রতি তানিম রহমান অংশু পরিচালিত ধারাবাহিক নাটক ‘গেইমে’র শুটিং শুরু করেছেন সুজানা। গেইম ধারাবাহিক নাটক নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন এই তারকা মডেল।
প্রশ্ন : কেমন আছেন?
উত্তর : ভালো নেই। জ্বর নিয়ে শুটিং করছি।
প্রশ্ন : কিসের শুটিং করছেন?
উত্তর : তানিম রহমান অংশু পরিচালিত ‘গেইম’ নাটকের শুটিং করছি। এটা ধারাবাহিক নাটক। অংশুর সঙ্গে এটা আমার প্রথম কাজ। অভিনয় করে ভালো লাগছে।
প্রশ্ন : নাটকে আপনার সহশিল্পী কারা?
উত্তর : আসিফ, র্যাম্প মডেল মিথিলাসহ আরো অনেকে।
প্রশ্ন : ‘গেইম’ নাটকে আপনার চরিত্র কী?
উত্তর : নেগেটিভ চরিত্র। গল্পটি সাইকো থ্রিলার টাইপের। আমার চরিত্রের নাম সুজানা।
প্রশ্ন : সত্যিকার নাম চরিত্রে অভিনয় করতে কেমন লাগছে?
উত্তর : ভালো লাগছে। এর আগেও সুজানা নামে আরেকটি নাটকে অভিনয় করেছি। তবে এবার যেহেতু নেতিবাচক চরিত্র করছি, তাই অন্যরকম লাগছে। কারণ যারা আমার, পাগল ফ্যান তাঁরা হয়তো চরিত্র দেখে ধরে নেবে আমি আসলেই নেগেটিভ।
প্রশ্ন : ছোটবেলায় টিভিতে কাউকে নেতিবাচক চরিত্র করতে দেখলে আপনারও কি তাই মনে হতো?
উত্তর : হ্যাঁ, এ জন্যই তো বললাম। তবে চরিত্রটি আমি অনেক উপভোগ করছি। অভিনয় তো অভিনয়ই। অভিনয় কখনো সত্যি হতে পারে না।
প্রশ্ন : বর্তমানে কতগুলো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন?
উত্তর : ‘অপূর্বা’ ধারাবাহিক নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে। এ ছাড়া আরো তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। কিছুদিন পরে আরো কিছু নাটকের কাজ শুরু করব।
প্রশ্ন : নাটক কি এখন সিরিয়াসলি নিচ্ছেন?
উত্তর : হ্যাঁ। আগে অভিনয় কম করতাম। আমার ভক্তরা কিন্তু নাটকেও আমাকে দেখতে চায়। প্রায়ই শুনি ‘আপু তুমি অভিনয় কেন কম করো?’ তাই অভিনয়ে সিরিয়াস হয়েছি। এ বছরে অনেক নাটকে কাজ করার ইচ্ছে আছে।