যে কারণে নতুন নায়কের সাথে কাজ করবেন অপু
শাকিব ও অপু আছেন মানে ওই চলচ্চিত্র ব্যবসাসফল হবে। এমন ধারণা তো এমনি এমনি তৈরি হয়নি! বড়পর্দায় শাকিব-অপুর রসায়নই এই সাফল্যকে সম্ভব করেছে। এই জুটি এই কিছুদিন আগ পর্যন্তও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গেই অভিনয় করেছেন ৭০টি ছবিতে। আর হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রে অপুর বিপরীতে ছিলেন অন্য নায়ক। অন্যদের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলেও অপু তা হাসিমুখে ফিরিয়ে দিয়েছেন এতদিন। এমনটা তিনি করেছেন দর্শকের মুখের দিকে তাকিয়েই। অপু মনে করেন, যেহেতু শাকিব-অপু জুটি দর্শকের পছন্দ তাই এই জুটিতেই তাঁর কাজ করে যাওয়া দরকার। তবে সম্প্রতি এমন ধারণা থেকে বেরিয়ে আসতে চাইছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি মনে করেন, শাকিব ছাড়া অন্যদের বিপরীতেও অভিনয় করা দরকার। এতে বাংলাদেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে এবং ব্যবসাসফল চলচ্চিত্রের সংখ্যা আরো বাড়বে।
অপু বলেন, ‘আমি চলচ্চিত্রে এসেছি কাজ করার জন্য। দর্শক যতদিন চেয়েছে ততদিন আমরা একসঙ্গে কাজ করেছি। আর এটা তো আমাদের চেয়ে বরং পরিচালকরাই বেশি চেয়েছেন শাকিব-অপু জুটিকে নিয়ে কাজ করতে। যেহেতু শাকিবের সাথে রসায়নটা ভালো ছিল এবং দর্শকরা এ জুটিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতেন, সে জন্যই তার সাথে বেশি কাজ করা হয়েছে। বেশ কিছুদিন ধরে বিভিন্ন পরিচালক আক্ষেপ করে বলছিলেন, নায়িকা সংকটের কারণে ভালো কাজ করতে পারছেন না তাঁরা। আর শাকিবের জন্য অপেক্ষা করতে হলে দুই বছরের আগে নতুন ছবি বানাতে পারবেন না পরিচালকরা। এখন ভাবছি, অন্য নায়কের সাথে কাজ করলে দর্শক এবং হল দুটোই বাঁচবে। শাকিবের কারণে দর্শক হলে যায় আবার আমার কারণেও দর্শক হলে যায়। আমরা যদি অন্যদের নিয়ে কাজ করি তবে ছবির সংখ্যা বাড়বে। কারণ শাকিবের যেমন বাংলাদেশে দর্শক আছে, ঠিক তেমনি আমারও আছে। আমি যদি ঘরে বসে থাকি তাহলে দর্শকদের সাথে বেইমানি করা হবে। ভালো চরিত্র ও পরিচালক পেলে অন্য নায়কদের সঙ্গে অভিনয় করতে আমার আপত্তি নেই।’
এরই মধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট : দ্য কিং ইজ হিয়ার’ ছবিতে আরেফিন শুভর বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু। মূলত ইন্টারন্যাশনাল মাফিয়া ডনদের কীর্তিকলাপ নিয়েই ছবির কাহিনী আবর্তিত হবে। আগামী এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান অপু। তিনি বলেন, ‘এর আগে আমি মান্না ভাইসহ অনেকের সাথে কাজ করেছি। চরিত্র, গল্পের কাহিনী পছন্দ হওয়ায় এবার শুভর বিপরীতে কাজ করব।’
এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে শাকিবের বিপরীতে চলচ্চিত্রে পা রাখেন অপু বিশ্বাস। বাংলা চলচ্চিত্র যখন অশ্লীলতায় ভরপুর, ঠিক তখন এই একটি ছবি বাংলা চলচ্চিত্রকে আবারও স্বপ্ন দেখিয়েছিল নতুন দিনের। দর্শক চাহিদার কারণে অপুর চলার পথ হয়েছে মসৃণ। এক নায়কের সাথে ৭০টি ছবি শেষ করে এবার শুরু করবেন নতুন যাত্রা।