আসছে ‘নৃ’
শুধু বাংলাদেশ নয়, সাম্প্রদায়িক মৌলবাদের উগ্র অনলে পুড়ছে পুরো বিশ্ব। এমনই এক সময়ে মৌলবাদবিরোধী অসাম্প্রদায়িক চেতনার গল্প নিয়ে নির্মাণ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য স্বাধীন চলচ্চিত্র ‘নৃ’। প্রযোজনা সংস্থা থিম থিয়েটার উইজার্ড ভ্যালির কর্ণধার রাসেল আহমেদের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে এ চলচ্চিত্র। ছবির শুটিং শেষ, এখন চলছে সম্পাদনার কাজ। আর সম্পাদনায় রয়েছেন সামির আহমেদ।
আগামী এপ্রিল-মে মাসের মধ্যে ‘নৃ’র কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী এর রচয়িতা ও পরিচালক রাসেল। তিনি জানান, ‘ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হয়েছে এর সম্পাদনা। নির্মাণ শেষ হওয়ার আগেই দেশ-বিদেশে বিপুল আগ্রহের জন্ম দিয়েছে ছবিটি।’
এ বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হয় ‘নৃ’র চিত্রায়নের কাজ। দুই বছর আগে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি এর চিত্রগ্রহণ শুরু হয়েছিল। তারও আগে ২০১২ সালের আগস্ট থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। এরপর চার দফায় ৭০ দিন দৃশ্য ধারণের কাজ করেছে ‘নৃ’ পরিবার। এসব তথ্য জানিয়ে রাসেল বলেন, ‘মা, মাটি ও মানুষের গল্প নিয়ে রচিত এই চলচ্চিত্রের দর্শক হবেন মূলত মাটির কাছাকাছি থাকা বাংলার আপামর জনগণ।’
মাঝে আর্থিক সংকটের কারণে ছবিটির শুটিং বন্ধ হয়ে যায়। তখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নৃ’র অফিসিয়াল টিজার প্রচার করা হয়। এই ছবির মুখ্য চরিত্র বিশুর ভূমিকায় অভিনয় করছে বরিশাল জিলা স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ইয়াসিন। বরিশাল কাউনিয়া এলাকার মহাশ্মশানের দুই চণ্ডাল দীলিপ কুমার পাল ও রাধা বল্লভ শীল ছাড়াও এতে আরো আছেন তাসনুভাতা মান্না, সিরাজুম মুনীর টিটু, হীরা মুক্তাদির, এস এম তুষার, দুখুসুমন, হ্যাভেন খান, সুকান্ত মুখার্জি বাবু, মিন্টু কর, নজরুল ইসলাম চুন্নু, ওয়াহিদা রহমান আভাসহ প্রায় শতাধিক অভিনয়শিল্পী।
ডিজিটাল ফরম্যাটে ডিএসএলআর প্রযুক্তিতে নির্মিত এ সিনেমা চিত্রায়নে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
মূল চিত্র গ্রাহক ড্যানিয়েল ড্যানি। সাথে ছিলেন ক্যামেরা সঞ্চালক ঈয়ন ও দঈত আন্নাহাল। সিনেমার শিল্প নির্দেশক ছিলেন থিওফিলাস স্কট মিল্টন। শব্দ গ্রহণ করছেন এম আই সাইফ ও নাজমুল হুদা। পোশাক পরিচ্ছদ দেখছেন শাহরিয়ার শাওন।