বদলাপুর
দুই সপ্তায় আয় ৫০ কোটি রুপি
ছবি মুক্তির আগেই আলোচনার ঝড় তুলেছে ‘বদলাপুর’। সে হিসেবে ‘বদলাপুর’ নিয়ে বক্স অফিসে প্রত্যাশাও ছিল একটু বেশি। নির্মাতা, দর্শক কিংবা বলিউড বক্স অফিস-কোনোটাকেই হতাশ করেনি ‘বদলাপুর’। ইন্ডিয়াগ্লিটজের খবর থেকে জানা গেল, রীতিমতো হাওয়ায় ভাসছে শ্রীরাম রাঘবনের ‘বদলাপুর’। বলিউড বক্স অফিসে এ বছরের প্রথম সলিড হিট ছবির খেতাব বরুণ-নওয়াজউদ্দীনের ‘বদলাপুর’ই পেয়েছে। মুক্তির দুই সপ্তাহেই ছবির আয় এখন প্রায় ৫০ কোটি রুপি!
মুক্তির প্রথম সপ্তাহে ছবিটির আয় ছিল ৩৭ কোটি ২৮ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আরো আয় করেছে ৯ কোটি ৫১ লাখ রুপি। সব মিলিয়ে ‘কেবল প্রাপ্তবয়স্কদের জন্য’ নির্ধারিত এই ছবি গতকাল ৭ মার্চ পর্যন্ত আয় করে ৪৬ কোটি ৭৯ লাখ রুপি।
এরোস ইন্টারন্যাশনাল ও দিনেশ বিজন মোদকের প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, নওয়াজউদ্দীন সিদ্দিকী, হুমা কোরেশি, ইয়ামি গৌতম, দিব্যা দত্ত।
প্রযোজক দিনেশ বিজন ছবিটির এই সাফল্যে স্বাভাবিকভাবেই আপ্লুত। ‘বক্স অফিসে বদলাপুরের এই সাফল্য কেবল আমাদের নয়, সিনেমারও বিজয়। আশা করি দর্শকদের ভালোবাসা আর সমর্থনে ছবিটির তৃতীয় সপ্তাহেও ভালো করবে।’
প্রতিশোধমূলক মারপিটের ছবি ‘বদলাপুর’-এ রগরগে সহিংসতা ও যৌনতার চিত্রায়ন রয়েছে। ছবিতে ইয়ামি গৌতম ও হুমা কুরেশির সাথে কিছু ঘনিষ্ঠ দৃশ্য, নওয়াজউদ্দীন সিদ্দিকীর সাথে সহিংস দৃশ্য এবং একটি হত্যার দৃশ্যকে ছাঁটতে বা একটু ‘নমনীয়’ করার প্রস্তাব দিয়েছিল সেন্সর বোর্ড। এ ছাড়া ছবির বেশ কিছু অংশ নিয়ে বোর্ডের আপত্তি ছিল শুরু থেকেই। তবে সেন্সর বোর্ডের এই প্রস্তাবনাকে মানতে চাননি পরিচালক।
যাক, শেষ পর্যন্ত সেন্সর বোর্ডের সাথে পরিচালকের টানা-হ্যাঁচড়া শেষে এই ‘এ’ রেটেড সার্টিফিকেটের (প্রাপ্তবয়স্কদের জন্য) মাধ্যমে ছবিটির মুক্তি চূড়ান্ত হয়।
রিভেঞ্জ থ্রিলার ‘বদলাপুর’ বরুণ ধাওয়ানের প্রথম অ্যাডাল্ট রেটেড ছবি। রোমান্টিক কমেডি হিরো রোল থেকে বেরিয়ে এই ভিন্ন চরিত্রে বরুণের পর্দায় আত্মপ্রকাশ খানিকটা বিস্ময়করও। সে যাই হোক, ‘অ্যাডাল্ট’ বরুণের কার্যকলাপ যে দুর্দান্তই হয়েছে- তা তো এমন সাফল্যের পর আর বলার অপেক্ষা রাখে না!