এক টিকিটে দুই ববি!
সাজুগুজু করে বসে থাকা আহ্লাদী রূপসী নয়, ছবিতে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক পুলিশ অফিসার। আবার একই ছবিতে চোরের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। তাহলে তো এক টিকিটে দুই ববিকে দেখতে পাবেন দর্শক। ববির ‘অ্যাকশন জেসমিন’ ছবির নাকি এমনই ঘটনা! ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৭ মার্চ। ববির বিপরীতে অভিনয় করেছেন সায়মন। ছবিতে পুলিশ ববির নাম ‘জেসমিন’, চোর ববির নাম ‘দীপা’। কোনটা সাজতে ভালো লেগেছে তাঁর? এসব নিয়ে উচ্ছল আলাপ হয়েছে এনটিভি অনলাইনের সাথে।
ছবির গল্পে দেখা যাবে দুঃসাহসী ববি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন পুলিশ অফিসার। ‘জেসমিন’-এর ভূমিকায় অভিনয় করতে গিয়ে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাঁকে। এর জন্য নাকি রীতিমতো প্রশিক্ষণও নিতে হয়েছে তাঁকে। আবার একই ছবিতে দীপা নামের চোরের ভূমিকায় কাজ করতে হয়েছে।
প্রশ্ন : গত ৫ মার্চ সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মুক্তির অপেক্ষায় ‘অ্যাকশন জেসমিন’। কেমন লাগছে আপনার?
উত্তর : খুব ভালো লাগছে। কারণ এই ছবিতে দর্শক আমাকে অনেক রূপে দেখবে। এর আগে আমার যতগুলো ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে এই ছবির গল্প একেবারেই আলাদা।
প্রশ্ন : এই ছবিতে আপনি কী ভূমিকায় অভিনয় করছেন?
উত্তর : ‘অ্যাকশন জেসমিন’ ছবির জেসমিন আমি, ছবির গল্পে আমাকে দেখা যাবে দুঃসাহসী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন পুলিশ অফিসার হিসেবে। আবার দীপা নামের এক চোরের ভূমিকাতেও অভিনয় করেছি। এই প্রথম আমি একই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি।
প্রশ্ন : কোন চরিত্রে অভিনয় করতে আপনার বেশি ভালো লেগেছে?
উত্তর : আসলে এখানে দুটি চরিত্র একেবারে আলাদা ধরনের। একজন পুলিশ অফিসার, আরেকজন চোর! একজন তাড়া করে অপরাধীদের, আরেকজন সারাক্ষণই পুলিশের তাড়া খেয়ে বেড়ায়। একটি চরিত্র আরেকটি চরিত্র থেকে একেবারেই আলাদা। দুটো চরিত্রই আমার কাছে দারুণ লেগেছে। আশা করি দর্শকদের গল্প এবং আমার কাজ দুটোই ভালো লাগবে।
প্রশ্ন : চোর ও পুলিশ, একসাথে দুটি চরিত্র করতে কোনো সমস্যা হয়নি?
উত্তর : চোর ও পুলিশ দুজন যখন সামনাসামনি কথা বলে তখন খুব সমস্যা হয়েছে। একজনের শট দিয়ে আবার আরেকজনের গেটআপ নিয়ে এসে আবার আরেকজনের শট। দেখা গেছে একটা শট নিতে ১০ মিনিট লাগলে ড্রেস বদল করতে লেগেছে ৫০ মিনিট। একটা শট দিয়েই দৌড়ে কাউন্টার শটের জন্য তৈরি হতে হয়েছে। তবে আমার খুব ভালো লেগেছে কারণ একই ছবিতে দুটি আলাদা চরিত্রে কাজ করতে পেরেছি।
প্রশ্ন : এই ছবিতে কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনায় পড়েছেন?
উত্তর : ছবিতে অনেক অ্যাকশন দৃশ্য করতে হয়েছে। তেমন কোনো বিপদ হয়নি, তবে ব্যথা পেয়েছি অনেকবার। আর আমরা যখন অ্যাকশন দৃশ্য করি তখন ব্যথা আমরা সাধারণভাবেই মেনে নেই। একবার পা মচকে গিয়েছিল, পাঁচ দিন শুটিং করতে পারিনি।
প্রশ্ন : কোনো মজার ঘটনা শুটিং লোকেশনে ...
উত্তর : দীপা চরিত্রে কাজ করতে গিয়ে সবচেয়ে মজা পেয়েছি কমেডি দৃশ্যগুলোতে। চুরি করতে গিয়ে বা বিভিন্ন সময় দীপার অনেক কমেডি দৃশ্য রয়েছে। কমেডি চরিত্রে এই প্রথম কাজ করেছি।
প্রশ্ন : শুনলাম এই ছবিতে একটি আইটেম সং আছে। সেখানে কে নেচেছে, জেসমিন না দীপা?
উত্তর : এটা বলা যাবে না, দর্শকদের জন্য এই খবরটা জমা থাকল। দর্শক হলে গিয়ে দেখবে আইটেম গানে কে নেচেছে। তবে দর্শকদের এতটুকু বলতে চাই, আমি ববি এই নাচে অংশ নিয়েছি। জেসমিন না দীপা, এটা দর্শক হলে গিয়ে দেখুন।