ইন্দিরা গান্ধী হতে চান মল্লিকা শেরাওয়াত
ভারতের সিনেমা হলগুলোতে চলছে ‘ডার্টি পলিটিক্স’। এই ছবিতে অভিনয় করে আবারও আলোচনায় মল্লিকা শেরাওয়াত। আলোচনায় থাকতে থাকতেই নিজের মনের কথা জানিয়ে দিলেন সাংবাদিকদের। রাজনৈতিক বিষয় নিয়ে নির্মিত ছবিতে আরো কাজ করতে চান তিনি।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে যদি কোনো ছবি হয় সেখানে খোদ ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয়ের সাধ মল্লিকার। তিনি বলেন, ‘আত্মজীবনী ভিত্তিক ছবিতে অভিনয় করা সব সময়ই খুব চ্যালেঞ্জিং। আমি কখনো এ ধরনের ছবিতে কাজ করিনি। তবে যদি সুযোগ পাই তবে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে চাই।’
আত্মজীবনীমূলক ছবিতে কাজ করার সুযোগ না পেলেও এ ধরনের ছবি কিন্তু নিয়মিত দেখেন মল্লিকা। তাঁর পছন্দের ছবি কোনটি জিজ্ঞেস করতেই বললেন, “‘ভাগ মিলখা ভাগ’ আমার খুব ভালো লেগেছে। আমার দেখা অন্যতম সেরা ছবি এটি।”
‘ডার্টি পলিটিক্স’ ছবিতে মল্লিকা অভিনয় করেছেন অনুপম খের, ওম পুরি ও নাসিরুদ্দিন শাহের সাথে। বলিউডে আগের অবস্থান আর না থাকায় তল্পিতল্পা গুটিয়ে পাকাপাকিভাবে হলিউডে চলে যাচ্ছেন- মল্লিকাকে নিয়ে এ রকম একটি গুজব ছিল। এমন গুজবের উত্তরে মল্লিকা বলেন, ‘আমি এখানেই আছি, যুক্তরাষ্ট্রে চলে যাইনি। আমার মনে হয় ডার্টি পলিটিক্স ছবিতে আমার অভিনয় দেখে পরিচালকরা আমাকে নিয়ে আবার ভাবতে শুরু করবেন।’