শাকিব অপুর ‘লাভ ম্যারেজ’, মহরত কাল
আগামীকাল মঙ্গলবার ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে শাহিন সুমন পরিচালিত নতুন ছবি ‘লাভ ম্যারেজ’। ঢাকার অদূরে পুবাইলে আগামীকাল মহরতের মাধ্যমে শুরু হবে ছবিটির দৃশ্য ধারণের কাজ। পাঁচদিন সেখানেই শুটিং করার পর শুটিং ইউনিট ১৬ মার্চ কক্সবাজার যাবে বলে জানিয়েছেন পরিচালক শাহীন সুমন। ছবিটি প্রযোজনা করছেন তাপশী ঠাকুর। এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন হালের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও নায়ক শাকিব খান।
পরিচালক শাহিন সুমন ছবিটি সম্পর্কে বলেন, ‘আমি প্রেমের ছবিই বেশি তৈরি করেছি। দর্শক আমাকে পছন্দ করে কারণ সবসময় চেষ্টা করি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে। এই ছবিতে শাকিবকে আমি উপস্থাপন করছি পুরনো ঢাকার একজন ছেলে হিসেবে। যে বাপ-দাদার ঐতিহ্য ধরে রেখে সাদা শার্ট , লুঙ্গি পরে কথা বলে ঢাকাইয়া ভাষায়। শাকিব কিছুতেই তার পুরান ঢাকার সাজপোশাক বদলাতে চায় না। আর অপু হচ্ছে ঢাকা শহরের এক ডনের মেয়ে। সে মনে করে শাকিব অশিক্ষিত সাধারণ একটি ছেলে। পরে সে দেখতে পায় শাকিব শিক্ষিত এবং সচেতন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। ঘটনাচক্রে তাদের প্রেম হয়ে যায়। অবস্থা এমন দাঁড়ায় যে তাদের লাভ ম্যারেজ না করে কোনো উপায় থাকে না।’
এই ছবিতেও তো সেই পুরনো প্রেম। নতুন কি আছে এতে? এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘শাকিব অপুর প্রেম দর্শক অনেক দেখেছে। আমি এমন একটা গল্প খুঁজছিলাম যে প্রেম দর্শক এর আগে দেখেনি। আমার মনে হয় শাকিব অপুর নতুন ধরনের প্রেম দেখাতে পারব। আমরা আগামীকাল দুপুর ১টায় মহরতের মাধ্যমে কাজ শুরু করব। বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত শুটিং করব। ১১ তারিখ থেকে টানা বাকি চারদিন পুবাইলে কাজ করতে পারলে অনেক কাজ এগিয়ে যাবে। ১৬ মার্চ আমাদের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। সেখানে আমরা দুটি গান শেষ করে ঢাকায় ফিরব ২৩ তারিখ।’
শাকিব খান এবং অপু বিশ্বাস এই মুহূর্তে পুবাইলে তাদের নতুন ছবি ‘রাজা ৪২০’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘রাজা ৪২০’ পরিচালনা করছেন উত্তম আকাশ। ছবির মহরতে অংশ নিয়ে আগামীকাল থেকে নতুন ছবির কাজ শুরু করবেন এই দুই জনপ্রিয় তারকা।