পৌরাণিক যোদ্ধা শাহরুখ!
মাসখানেক আগে সবাইকে চমকে দিয়েছিলেন শাহরুখ। গ্রাফিক উপন্যাস ‘অথর্ব’র চলচ্চিত্র রূপায়নে তিনি নাকি আসছেন লড়াকু পৌরাণিক রাজার চেহারায়। সে হিসেবে সবার কৌতূহলও ছিল নতুন রূপের শাহরুখকে দেখার। অ্যানিমেটেড পৌরাণিক রাজার চেহারায় হতাশ করেননি বলিউডের ‘কিং খান’! প্রাচীন যুদ্ধাস্ত্র হাতে আর বর্ম আঁটা শাহরুখকে দেখা গেছে গ্রাফিক চলচ্চিত্র ‘অথর্ব দ্য অরিজিন’-এর প্রথম ঝলকে। আর অ্যানিমেটেড চরিত্র হিসেবে পর্দায় এই প্রথম হাজির হচ্ছেন শাহরুখ, এমনটাই জানা গেল বলিউড লাইফের খবর থেকে।
মুম্বাই সিনেমাপাড়ার প্রতাপশালী এই অভিনেতা এই ছবিতে আবির্ভূত হচ্ছেন এক পৌরাণিক যোদ্ধা রাজা রূপে। ডেইলিমোশনে ছবিটির অফিশিয়াল ট্রেইলারে দেখা গেল মাথায় প্রাচীন মুকুট পরা দাড়িওয়ালা শাহরুখের অ্যানিমেটেড অবয়ব। এই অবয়ব তৈরি করেছে বিরজু স্টুডিও, আর এতে শাহরুখের এইট প্যাক অ্যাবসও ফুটে উঠেছে দারুণভাবে। তবে বিরজু স্টুডিও শাহরুখের যে প্রথম ঝলক প্রকাশ করেছে- সেখানে তাঁর লম্বা চুল, দাড়িও কামানো। এই ছবি দেখে শাহরুখ ভক্তদের স্মৃতিতে ভেসে আসতে পারে ‘অশোকা’ ছবির যোদ্ধা রাজা শাহরুখের পুরনো দিনের সেই চেহারা। ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে বিশাল এবং ভয়ঙ্কর কোনো পৌরাণিক প্রাণীর উপস্থিতি; আর লড়াইয়ের জন্য শাহরুখও যেন একদম প্রস্তুত।
গ্রাফিক অ্যানিমেটেড ছবি ‘অথর্ব’র পটভূমি পৃথিবী সৃষ্টির শুরুর দিককার সময়। এক দুঃসাহসী রাজার সংগ্রাম ও লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে এর কাহিনী। মূল উপন্যাসটি লিখেছেন রমেশ তামিলমানি, আর তাতে চমৎকার কিছু ইলাসট্রেশন করেছেন রমেশ আচার্য্য। ‘অথর্ব’ ছবিটি এই উপন্যাসের অফিশিয়াল বড়পর্দার সংস্করণ।
অথর্ব কবে আসছে বড়পর্দায়, তার দিন-তারিখ অবশ্য এখনো ঘোষণা হয়নি। তবে ট্রেইলার যখন বেরিয়ে গেছে, তাহলে খুব বেশিদিন তো দেরি হওয়ার কথা নয়। আশা করা যায়, এ বছর খুব শিগগিরই বড় পর্দায় দেখা যাবে এই নতুন শাহরুখকে।