মৃত্তিকা মায়ার জয়জয়কার
২০১৩ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। মোট ২৫টি ক্ষেত্রে বিভিন্নজনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
২০১৩ সালের সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘মৃত্তিকা মায়া’। এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত। একই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিতাস জিয়া। ‘দেবদাস’ ছবিতে অভিনয়ের জন্য মৌসুমী এবং ‘মৃত্তিকা মায়া’ ছবিতে অভিনয়ের জন্য শর্মিমালা যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন সারাহ্ বেগম কবরী।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ (পূর্ণাঙ্গ তালিকা)
১. আজীবন সম্মাননা : সারাহ্ বেগম কবরী
২. শ্রেষ্ঠ চলচ্চিত্র : মৃত্তিকা মায়া, গাজী রাকায়েত ও ফরিদুর রেজা সাগর
৩. শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : শুনতে কি পাও (সারা আফরীন)
৪. শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া)
৫. শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : তিতাস জিয়া (মৃত্তিকা মায়া)
৬. শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে (যৌথভাবে) : মৌসুমী ( দেবদাস), শর্মিমালা (মৃত্তিকা মায়া)
৭. শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : রাইসুল ইসলাম আসাদ (মৃত্তিকা মায়া)
৮. শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে : অপর্ণা (মৃত্তিকা মায়া)
৯. শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : মামুনুর রশীদ (মৃত্তিকা মায়া)
১০. শ্রেষ্ঠ শিশুশিল্পী : স্বচ্ছ (একই বৃত্তে)
১১. শিশুশিল্পী শাখার বিশেষ পুরস্কার : সৈয়দ অহিদা সাবরিনা (অন্তর্ধান)
১২. শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ( যৌথভাবে) : এ. কে. আজাদ (মৃত্তিকা মায়া), শওকত আলী ইমন (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী)
১৩. শ্রেষ্ঠ গায়ক : চন্দন সিনহা (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী; গান : তুমি আছ বলে তারা নেভে জ্বলে...আমি নিঃস্ব হয়ে যাব, জান না...)
১৪. শ্রেষ্ঠ গায়িকা ( যৌথভাবে) : রুনা লায়লা ( দেবদাস, গান : এ জীবন ধুপের মতো গন্ধ বিলায়.... এ জীবন নদীর মতো কূল ভেঙে যায়...), সাবিনা ইয়াসমিন ( দেবদাস, গান : ভালোবেসে একবার কাঁদালে না আমাকে...ভালোবেসে একবার কাঁদালে না...)
১৫. শ্রেষ্ঠ গীতিকার : কবির বকুল (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, গান : তুমি আছ বলে তারা নেভে জ্বলে...আমি নিঃস্ব হয়ে যাব, জান না... )
১৬. শ্রেষ্ঠ সুরকার : কৌশিক হোসেন তাপস (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, গান : তুমি আছ বলে তারা নেভে জ্বলে...আমি নিঃস্ব হয়ে যাব, জান না...)
১৭. শ্রেষ্ঠ কাহিনীকার : গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া)
১৮. শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া)
১৯. শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া)
২০. শ্রেষ্ঠ সম্পাদক : মো. শরিফুল ইসলাম রাসেল (মৃত্তিকা মায়া)
২১. শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : উত্তম গুহ (মৃত্তিকা মায়া)
২২. শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : সাইফুল ইসলাম বাদল (মৃত্তিকা মায়া)
২৩. শ্রেষ্ঠ শব্দগ্রাহক : কাজী সেলিম (মৃত্তিকা মায়া)
২৪. শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : ওয়াহিদা মল্লিক জলি (মৃত্তিকা মায়া)
২৫. শ্রেষ্ঠ মেক-আপম্যান : মো. আলী বাবুল (মৃত্তিকা মায়া)