ব্যোমকেশ বক্সীর খলনায়ক আমির খান?
কে কোন ছবিতে আছেন কি নেই, তা নিয়ে তুমুল ফিসফাস করাটা বলিউডে এখন বেশ নিয়মিত বিষয়। এমনইভাবে আওয়াজ উঠেছিল দিবাকর ব্যানার্জির ছবি ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ নিয়ে। এই ছবিতে নাকি খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান! ছবি মুক্তির দিন-তারিখ চলে এসেছে, তবু গুঞ্জন কমছে না। শেষটায় খোদ পরিচালক নিজেই বলে দিলেন, তাঁর ছবিতে আমির নেই। তবে তিনি আমিরকে এ ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা গেল এনডিটিভির খবরে।
‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবির দ্বিতীয় ট্রেইলার চলে এসেছে এরই মধ্যে। মুখোশ আঁটা এক ব্যক্তিকে বিশেষভাবে দেখানো হয়েছে এ ট্রেইলারে। এ অবস্থাতেই দিবাকর জানালেন, এই ছবিতে খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি সেধেছিলেন আমিরকে। কিন্তু তাতে রাজি হননি আমির, কেননা তিনি তত দিনে ‘ধুম ৩’ ছবির কাজ শুরু করে দিয়েছিলেন।
‘আমি এমন একজন খলনায়ক খুঁজছিলাম যে ব্যোমকেশের সাথে সমান তালে পাল্লা দিতে পারে, একইসাথে আকৃষ্ট করতে পারে দর্শককেও। এ কারণেই আমরা আমিরের কাছে গিয়েছিলাম, তাঁকে পুরো ব্যাপারটা বুঝিয়েও বলেছিলাম। কিন্তু উনি জানালেন, এবারে বোধহয় হচ্ছে না! পরে জানতে পেরেছিলাম যে তিনি ‘ধুম ৩’-এর খলচরিত্রে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন।’
তবে, আমির ভিলেন নন- এ কথা জানালেও ভিলেনটা তাহলে শেষমেশ কে হয়েছেন; এটা জানাতে নারাজ দিবাকর। ট্রেইলারেও সে কারণে মুখোশ আঁটা দুষ্টুলোকের আবির্ভাব! এ নিয়ে স্পষ্ট বলেও দিয়েছেন দিবাকর- ‘এটা থ্রিলার ছবি। কাজেই আমরা তো ভিলেনের মুখটা দেখিয়ে দিতে পারি না।’
সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সব কটি, অর্থাৎ মোট ৩৩ টি কাহিনীরই স্বত্ব কিনে নিয়েছেন দিবাকর। এই ছবি মুক্তি পাওয়ার পর অন্য গল্পগুলো নিয়েও একে একে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। ‘প্রথম ছবিটা ভালো করার প্রত্যাশায় রয়েছি আমরা। এমন ছবি এখন আর বানানো হয় না। ৫০ এর দশকে এ ধরনের ছবির একটা ঝোক ছিল, কিন্তু এখন আর সেটা নেই। আমরা নতুন করে বিষয়টাকে আনতে চাই’- দিবাকরের এমনই আশা।
আসছে এপ্রিল মাসের ৩ তারিখে মুক্তি পাচ্ছে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’। কাজেই মুক্তির আর বেশি বাকি নেই। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন যশরাজ ফিল্মস এবং দিবাকর নিজেই। ব্যোমকেশ বক্সীর ভূমিকায় রয়েছেন সুশান্ত সিং রাজপুত।
ব্যোমকেশ বক্সী বিখ্যাত বাঙালি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর গোয়েন্দা চরিত্র। ব্যোমকেশকে নিয়ে এর আগেও ছবি করেছেন সত্যজিৎ রায়, যেখানে ব্যোমকেশের ভূমিকায় ছিলেন উত্তম কুমার। কিছুদিন আগে কলকাতায় ব্যোমকেশ বক্সীর কাহিনী নিয়ে দুটি ছবি নির্মিত হয়েছে এবং সেগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে।