ঢাকাইয়া কুট্টির চরিত্রে শাকিব খান
গতকাল মঙ্গলবার ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হলো শাহিন সুমন পরিচালিত নতুন ছবি ‘লাভ ম্যারেজ’। ঢাকার অদূরে পুবাইলে শাকিবের শুটিং স্পট জান্নাত হাউজে মহরতের মাধ্যমে শুরু হয় ছবির দৃশ্য ধারণের কাজ। পাঁচদিন সেখানেই শুটিং করার পর শুটিং ইউনিট ১৬ মার্চ কক্সবাজার যাবে বলে জানিয়েছেন পরিচালক শাহীন সুমন। ছবিটি প্রযোজনা করছেন তাপশী ঠাকুর। এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন হালের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আর তাঁর বিপরীতে রয়েছেন নায়ক শাকিব খান।
পরিচালক শাহিন সুমন ছবিটি সম্পর্কে বলেন, ‘আমি প্রেমের ছবিই বেশি তৈরি করেছি। দর্শক আমাকে পছন্দ করে কারণ সবসময় চেষ্টা করি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে। এই ছবিতে শাকিবকে আমি উপস্থাপন করছি পুরনো ঢাকার একজন ছেলে হিসেবে। যে বাপ-দাদার ঐতিহ্য ধরে রেখে সাদা শার্ট , লুঙ্গি পরে কথা বলে ঢাকাইয়া ভাষায়। শাকিব কিছুতেই তার পুরান ঢাকার সাজপোশাক বদলাতে চায় না। এটা নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের মিষ্টি এক লড়াই দেখা যাবে এই ছবিতে।’
শাকিব খান এই ছবির চরিত্র প্রসঙ্গে বলেন, ‘আমার কাকা নারায়ণগঞ্জের ওসি ছিলেন। আমি আমার ছাত্রজীবনের অনেকটা সময় সেখানে কাটিয়েছি। যে কারণে ঢাকাইয়া ভাষা আমার অনেকটাই জানা। এই ছবিতে এই ভাষায় কাজ করতে অনেক ভালো লাগছে। গল্পটাও দারুণ। আমার ধারণা দর্শক ভালোভাবে গ্রহণ করবেন ছবিটিকে। শুটিং শুরু করার আগে পুরান ঢাকার ভাষা আবারও ভালোভাবে রপ্ত করে নিয়েছি। এখন তাদের ভাষা কিছুটা আধুনিক হয়েছে, আমি চেষ্টা করছি সুন্দরভাবে বিষয়টি তুলে ধরতে।’