সবার বাক স্বাধীনতা থাকা উচিত : কঙ্গনা রানাউত
ভারতে অসহিষ্ণুতা বিতর্ক ফের একটু একটু করে মাথা চাড়া দিতে আরম্ভ করেছে। ভারতের মাটিতে অসহিষ্ণুতা বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বাক স্বাধীনতা, বাক-সংযম, সহিষ্ণুতা-অসহিষ্ণুতা নিয়ে যখন ভারত তোলপাড়, ঠিক সেই আবহে দাঁড়িয়ে কঙ্গনা জানিয়ে দিলেন, সবার বাক স্বাধীনতা অবশ্যই থাকা উচিত।
বাক স্বাধীনতা অবশ্যই থাকা উচিত বলে কঙ্কনা মনে করলেও পাশাপাশি তিনি এটাও মনে করেন, বাক স্বাধীনতা যেন অন্য কারো ভাবাবেগে আঘাত না করে। সম্প্রতি বলিউডের এই অভিনেত্রী জানান, ‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে নিজের মতামত জানানোর অধিকার সবারই রয়েছে।’ কঙ্গনা বলেন, ‘আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে একাধিক ভাষা, সংস্কৃতি, জাতি ও ধর্ম রয়েছে। তাই স্বাভাবিক নিয়মেই, সবার আলাদা আলাদা কিছু ভাবনাচিন্তা রয়েছে এবং থাকবে। সবার চিন্তাধারা যে এক খাতে বইবে এমন কোনো কথা নেই।’
কঙ্গনা মনে করেন, ‘একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের বাক স্বাধীনতা থাকা অবশ্যই জরুরি। কিন্ত পাশাপাশি এটাও মনে রাখা উচিত যে, সেই বাক স্বাধীনতা যেন কারো ভাবাবেগে আঘাত না দিয়ে ফেলে।’ কঙ্গনা মনে করেন, ‘প্রত্যেকের নিজস্ব ভাবনাচিন্তা এবং মত প্রকাশের ফলে যেমন প্রশংসা জুটতে পারে, তেমনি জুটতে পারে সমালোচনাও।’ তাই শব্দ চয়নের আগে সতর্ক থাকা উচিত বলে মনে করেন বলিউডের এই অভিনেত্রী।