‘স্পেক্টর’-এর তৃতীয় বন্ডগার্ল!
জেমস বন্ডের ছবিতে এক অসামান্য আকর্ষণের বিষয় বন্ডগার্ল! শন কনারি থেকে শুরু করে হালযুগে ড্যানিয়েল ক্রেগ - সবার সময়েই লাস্যময়ী বন্ডগার্লদের জন্য অধীর আগ্রহে থাকেন জেমস বন্ডের ভক্তরা। জেমস বন্ডের নতুন ছবি ‘স্পেক্টর’। এই ছবির জন্য এরই মধ্যে জানা গেছে মনিকা বেলুচ্চি ও লিয়া সেদ্যুর নাম। এনডিটিভির খবরে জানা গেল নতুন আরেক বন্ডগার্লের নাম। মেক্সিকান এই সুন্দরীর নাম স্তেফানি সিগমান।
এর মানে আসন্ন নতুন বন্ড মুভিতে ড্যানিয়েল ক্রেগের বিপরীতে থাকছেন তিন নায়িকা। এই সর্বশেষ সংযোজন অর্থাৎ স্তেফানির চরিত্রটা ছবিতে কেমন হবে তা নিয়ে অবশ্য এখনো বিশেষ কিছু জানা যায়নি। শুধু এটুকুই জানা গেছে যে ছবিতে তিনি অভিনয় করছেন ‘এস্তেল’ নামের একটি চরিত্রে। ‘স্পেক্টর’-এর অফিশিয়াল ফেসবুক পাতা থেকে প্রকাশিত হয়েছে তাঁর এই ছবি এবং এই তথ্য। স্তেফানি এর আগে অভিনয় করেছেন ‘মিস বালা’ ও ‘পাইওনিয়ার’-এর মতো ছবিতে।
‘স্পেক্টর’ পরিচালক স্যাম মেন্ডেসের দ্বিতীয় বন্ড ছবি। ড্যানিয়েল ক্রেগের বন্ড হিসেবে আবির্ভাব চতুর্থবারের মতো। আগের ছবি ‘স্কাইফল’-এর অনুরূপ চরিত্র নিয়ে এ ছবিতে থাকছেন বেন হুইশ্য, নাওমি হ্যারিস ও র্যালফ ফিনেস। মনিকা বেলুচ্চি ও লিয়া সেদ্যু ছাড়াও প্রথমবারের মতো বন্ড মুভিতে আসছেন ক্রিস্টফ ওয়াল্টজ, ডেভ বাতিস্তা ও অ্যান্ড্রু স্কট।
যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে এ বছরের ৬ নভেম্বর আসছে ‘স্পেক্টর’।