অবশেষে সেন্সর বোর্ডে যাচ্ছে ‘হিরো ৪২০’
শেষ পর্যন্ত সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য অনুমোদন পেয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’। আজ বুধবার সকালে এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানান বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও চিত্রনাট্য প্রিভিউ কমিটির সভাপতি তপন কুমার ঘোষ। যৌথ প্রযোজনার কিছু নিয়ম না মানায় প্রিভিউ কমিটিতে আটকে যায় ছবিটি। পরে ছবির প্রযোজককে কিছু শর্ত দিয়ে সেন্সর বোর্ডে জমা দিতে বলা হয়। তপন কুমার বলেন, ‘যৌথ প্রযোজনার ছবিতে প্রচুর টাকা খরচ হয়। আমরা চাই না তারা ক্ষতিগ্রস্ত হোক। তাই শেষবারের মতো ছাড় দেওয়া হলো। এরপর আর কোলো ছবিকে ছাড় দেওয়া হবে না।’
ছবিটি সম্পর্কে তপন কুমার বলেন, ‘মূলত ‘হিরো ৪২০’ ছবিতে ভারতীয় শিল্পীদের আধিক্য, ভারতের তুলনায় বাংলাদেশে কম দৃশ্যধারণ এবং তথ্য মন্ত্রণালয় থেকে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের অনুমতি পাওয়ার ১৪ দিনের মধ্যে সব কাজ শেষ করা-এসব বিষয়ে আজ বিএফডিসিতে তাদের ডাকা হয়। প্রিভিউ কমিটির সদস্যদের সামনে যুক্তি উপস্থাপন করেন ছবিটির বাংলাদেশের প্রযোজক। আমরা কিছু কারেকশন দিয়েছি, যা ঠিক করা হচ্ছে।’
তপন কুমার ঘোষ যোগ করেন, ‘নীতিমালা ভঙ্গ করে চলচ্চিত্র নির্মাণ করলে দেশের চলচ্চিত্র আরো পিছিয়ে পড়বে। যা কিছুতেই ক্ষমার যোগ্য নয়।’ তিনি আরো বলেন, ‘আমরা যে অভিযোগ করেছিলাম তাতে সন্তোষজনক উত্তর পাওয়ায় অনাপত্তিপত্রের জন্য তথ্য মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। তারপর এই ছবি সেন্সরের জন্য তারা জমা দিতে পারবে। আমরা আগে যৌথ প্রযোজনার ছবির বিষয়ে নমনীয় ছিলাম। কিন্তু একটা সময় এসে দেখা গেল, অনেক চলচ্চিত্র যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এবং সেখানে অনিয়মও বেড়ে গিয়েছে। তাই বিষয়গুলো নিয়ে আমরা এখন থেকে সচেতন থাকতে চাই।’
‘হিরো ৪২০’ কলকাতায় মুক্তি পাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। আর বাংলাদেশে এখনো সেন্সর বোর্ডেই জমা পড়েনি ছবিটি। কারণ ছবিটি নির্মাণের জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয় ৭ জানুয়ারি। অথচ ছবির সব কাজ শেষ করে ১৪ দিনের মাথায় ২১ জানুয়ারি জমা দেওয়া হয় প্রিভিউ কমিটিকে। অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের অনুমতি না নিয়েই ছবিটি নির্মাণ হয়েছে।
এ প্রসঙ্গে তপন কুমার বলেন, ‘এখন থেকে আমরা আর কোনো ছাড় দেব না। আসলে একটা কিছু আপনি চাইলেই একসঙ্গে বন্ধ করে দিতে পারবেন না। আমরা আজ একধরনের চাপ দিয়েছি, যেন আর কেউ নীতি ভঙ্গ না করে। আর একটি ছবিকেও ছাড় দেওয়া হবে না।’
জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের যৌথ প্রযোজনার ‘হিরো ৪২০’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সৈকত নাসির ও ভারতের সুজিত মণ্ডল। ছবিতে অভিনয় করেছেন নুসরত ফারিয়া, রিয়া সেন, ওম প্রমুখ।