জুনিয়র অনন্তের নাম আরিজ ইবনে জলিল
থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে গত বছরের ২৩ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে নবজাতকের মুখ দেখেন অনন্ত-বর্ষা জুটি। এরপর কেটেছে কয়েক মাস। কিন্তু প্রকাশ্যে তো নয়ই, কোনো ছবিতেও দেখা যায়নি নতুন সন্তানের মুখ। তবে সম্প্রতি নিজের ফেসবুকে সন্তানের ছবি প্রকাশ করেছেন নায়ক অনন্ত জলিল।
ছেলের পুরো নাম আরিজ ইবনে জলিল। গতকাল শনিবার, ১৪ মার্চ, বাবার ব্যবসায়িক কর্মস্থল এজেআই গ্রুপ পরিদর্শনে যায় সাড়ে তিন মাস বয়সী আরিজ। বাবার কোলে বসে ব্যবসায়িক কাজই যেন দেখছিল আরিজ ইবনে জলিল।
জুনিয়র জলিল পৃথিবীতে আসার কদিন আগে এনটিভি অনলাইনকে অনন্ত বলেছিলেন, ‘সন্তানের প্রতি ভালোবাসাটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই ভালোবাসা শুধু অনুভবই করা যায়। মনে হয়, সন্তান যেন আরেকটি পৃথিবী, যার জন্য সবকিছু। যাকে ঘিরেই সব স্বপ্ন, আশা। সবাই দোয়া করবেন আমাদের সন্তান যেন শুধু শিক্ষিত না হয়, সে যেন সুশিক্ষিত হয়ে তার জ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারে।’
অনন্ত জলিল ও বর্ষা, তারকা এই দম্পতি এখন সন্তান আরিজকে নিয়ে ব্যস্ত আছেন। তাই কিছুদিন হয়তো মা বর্ষা চলচ্চিত্র থেকে দূরে থাকবেন। বাবা জলিলের ব্যস্ততা অবশ্য তাতে থেমে নেই। তারপরও অনন্ত জলিল চেষ্টা করছেন সন্তানকে সময় দেওয়ার।