চলচ্চিত্রের গানেই বেশি কণ্ঠ দিচ্ছি : নওমী
‘কি যে শূন্য শূন্য লাগে!’ গত বছর তাঁরকাটা ছবিতে এই গানটি গেয়ে আবার নতুন করে আলোচনায় আসেন সংগীতশিল্পী নওমী। ২০০৯ সালের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান তিনি। ২০১২ সালে নিজের নাম ‘নওমী’ দিয়ে একটি অ্যালবামও বের করেন। এরপর লম্বা বিরতি। এখন পর্যন্ত নওমী গানের অ্যালবাম বের করেননি।
নওমী বলেন, ‘এখন চলচ্চিত্রের গানে বেশি কণ্ঠ দিচ্ছি। একক গানও করছি।’ অ্যালবাম বের না করার কারণ কি? এমন প্রশ্ন শুনে নওমী একটু হতাশার সুরেই বললেন, ‘এখন সিনিয়র শিল্পীরাও অ্যালবাম বের করছেন না। আমিও আগ্রহী না। কারণ এখন অ্যালবাম তেমন কেউ কেনে না। সবাই ডিজিটাল প্লাটফর্ম থেকেই গান শুনতে পছন্দ করেন। তাই একক গানগুলো অনলাইনেই প্রকাশ করতে চাই। আসছে এপ্রিলে আমার নতুন আরেকটি একক গান বের হবে। আর কিছু গানের মিউজিক ভিডিও করেছি। খুব শিগগির সেগুলোর প্রচার শুরু হবে।’
অনলাইনে গান বের করে সাড়া পাচ্ছেন কিনা জানতে চাইলে নওমী বলেন, ‘এখন সবাই ফেসবুক এবং ইউটিউবেই সারাক্ষণ থাকেন। গানের পাশাপাশি মিউজিক ভিডিও দেখেন। তাই সাড়া মন্দ নয়। আমরা ইউটিউবেই দেখতে পারি কতজন শ্রোতা আমাদের গান শুনছেন। তারপরও একজন শিল্পীর গানের অ্যালবামের আলাদা গুরুত্ব রয়েছে।’
নওমী জানান, এ বছর চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি বেশ কিছু একক গান করবেন তিনি।