মুক্তি পাচ্ছে ‘হিরো ৪২০’, পেছাল ‘অনেক দামে কেনা’
অবশেষে গতকাল সোমবার সেন্সর বোর্ডের ছাত্রপত্র পেয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’। ছবিটি বাংলাদেশের পক্ষে পরিচালনা করেছেন সৈকত নাসির। এতে অভিনয় করেছেন বাংলাদেশের ফারিয়া, ভারতের ওম ও রিয়া সেন। আগামী ১৯ তারিখ ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এ দেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। তাই ডিপজল অভিনীত ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এই ছবিটিও প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
ছবি মুক্তির বিষয়ে ‘হিরো ৪২০’ ছবির পরিচালক সৈকত নাসির এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল আমরা সেন্সরের সার্টিফিকেট পেয়েছি। আমাদের ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে। যদিও আমাদের সব প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। পোস্টার ও ব্যানার করে আগেই দর্শকদের জানিয়েছি। আজ থেকে আরো জোরালো ভাবে প্রচারণায় নামা হচ্ছে।’
মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির কাছে অনুমতি পাওয়া প্রসঙ্গে পরিচালক নাসির বলেন, “আমাদের এই ছবির যখন একটু ঝামেলা হচ্ছিল, তখন ‘অনেক দামে কেনা’ ছবিটি প্রযোজক সমিতি থেকে মুক্তির জন্য তারিখ নিয়েছিল ১৯ ফেব্রুয়ারি। কিন্তু এখন তো আমাদের ঝামেলা মিটে গেছে, তাই আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ তারিখেই ছবি মুক্তি দিচ্ছি। এটা নিয়ে নতুন করে ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই।’
কলকাতায় গত ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘হিরো ৪২০’। কলকাতায় মুক্তির সাতদিন পর এখানে মুক্তি পেলে ছবিটি ব্যবসা সফল হবে কি না, এ ব্যাপারে পরিচালক বলেন, ‘কলকাতায় ছবি ১২ তারিখ রিলিজ হয়েছে। প্রথম দিন দর্শক একটু কম থাকলেও দ্বিতীয় দিন থেকে দর্শক বেড়েছে। এখন পর্যন্ত পাওয়া খবরে অনেক ভালো ব্যবসা করছে ছবিটি। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সেখানে ছবিটি হিট করেছে। আর এই ছবি কলকাতায় মুক্তির এক সপ্তাহ পর বাংলাদেশে মুক্তি পাওয়াতে কোনো প্রভাব পড়ার সুযোগ নেই, কারণ ছবিটি পাইরেসি হওয়ার সুযোগ কম। যেহেতু বাংলাদেশের মানুষ এখনো ছবিটি কোথাও দেখেনি, তাই আগ্রহ কমারও সুযোগ নেই।’
এর আগের যৌথ প্রযোজনার ছবিগুলো এ দেশের দর্শক পছন্দ করেনি, তারপরও ‘হিরো ৪২০’ নিয়ে আশাবাদী পরিচালক। তিনি বলেন, ‘দর্শকদের অনুরোধ করব, আপনারা হলে গিয়ে ছবিটি দেখুন, ভালো হলে ভালো বলুন, ভালো না লাগলে গঠনমূলক সমালোচনা করুন। চলচ্চিত্র আপনাদের জন্যই আমরা নির্মাণ করি। আমাদের চেষ্টা আর দর্শকদের গঠনমূলক আলোচনাই পারে চলচ্চিত্রকে আরো শক্তিশালী মাধ্যমে পরিণত করতে। ছবিটি আমাদের দেশের মানুষের পছন্দ হবে।’
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘হিরো ৪২০’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সৈকত নাসির ও ভারতের সুজিত মণ্ডল। ছবিতে অভিনয় করেছেন নুসরত ফারিয়া, রিয়া সেন, ওমসহ আরো অনেকে।