বন্ধুদের নিয়ে ফার্স্ট ক্লাসে শিল্পা শেঠি
এক বিমানে বলিউডের সব নামকরা তারকারা। প্রযোজক পরিচালকরা আগে থেকে খবর পেলে নিশ্চিত বিমানটি হাইজ্যাক করে নিতেন।
সবাই গিয়েছিলেন এক দাওয়াতে। সেটা ১৬ ফেব্রুয়ারির কথা। কিন্তু জানা গেল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কল্যাণে।
ইনস্টাগ্রামে সেই ফার্স্ট ক্লাস ফ্লাইটের কিছু ছবি শেয়ার করেছেন শিল্পা ও রাজ। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণ।
ইনস্টাগ্রামে ছবি দিয়ে শিল্পা ক্যাপশন দিয়েছেন- ‘ফার্স্ট ক্লাস ফুল অব ফার্স্ট ক্লাস ফ্রেন্ডস।’
আর শিল্পার স্বামী রাজ কুন্দ্র ছবির সঙ্গে ক্যাপশন দিয়েছেন, ‘বিজনেস ক্লাসে সব নিজেদের লোক। প্রাইভেট জেটের মতোই লাগছে।’
শিল্পা শেঠির সাথে সেই ফার্স্ট ক্লাস ফ্লাইটে আরো ছিলেন সুনীল শেঠি, টাবু, হুমা কুরেশি, অনিল কাপুর, সঞ্জয় কাপুর, মাহীত কাপুর, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডেসহ আরো অনেকে।