আলিয়ার জন্মদিনে বলিউড তারকাদের শুভেচ্ছা
এবারে জন্মদিনের জন্য খানিকটা পরিকল্পনার ফুরসত মিলেছে আলিয়ার। সে সুযোগে আপনজনদের সাথে ভালোই জন্মদিন কাটিয়েছেন ভাট ক্যাম্পের এই ছোট মেয়েটি। বি টাউনের কলিগদের থেকেও পেয়েছেন শুভকামনা। এনডিটিভির খবরে পাওয়া গেল আলিয়ার জন্মদিনে বলিউড তারকাদের করা বিশেষ টুইটগুলো।
শ্রদ্ধা কাপর টুইট করেছেন, “বার্থডে টাইম! শুভ শুভ জন্মদিন। অনেক অনেক মজা আর অনেক অনেক কেক!” এর সাথে জুড়ে দিয়েছেন খুশি আর চুমুর ইমোটিকন।
পরিণীতি চোপড়া টুইট করেছেন, ‘আলিয়া!! তোমাকে সবচেয়ে আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা। অনেক অনেক ভালোবাসা, সাফল্য আর সুখের কামনা তোমার জন্য।’
সোনাক্ষী সিনহার টুইট- ‘শুভ শুভ জন্মদিন দেশি কালাকার আর পতাকা গুড্ডির আলিয়াকে! এবারের জন্মদিনটা হোক সুপার ডুপার!
যার মাধ্যমে আলিয়ার আগমন, তিনিও দারুণ খুশি! ‘স্টুডেন্ট অব দি ইয়ার’-এর পরিচালক করন জোহর টুইট করেছেন আলিয়ার সাথে নিজের একটি ছবি দিয়ে, সাথে লিখেছেন- “আমার প্রিয় আলিয়া, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তুমি সত্যি আমাকে গর্বিত করেছ।’
অভিষেক বচ্চন টুইট করেছেন, ‘শুভ জন্মদিন আলিয়া। গত বছরের চেয়ে এবারের বছরটা আরো দারুণ কাটাও। অনেক ভালোবাসা নিও।’
শুভকামনা জানিয়েছেন রিতেশ দেশমুখ, ‘সবসময় ফুরফুরে মেয়েটি...দারুণ হোক জন্মদিন...অনেক ভালোবাসা।’
গত দুই বছরে জন্মদিনের দিনটাতেও প্রচণ্ড রকম ব্যস্ত ছিলেন আলিয়া। তাই কাজ নিয়েই ব্যস্ত থেকেছেন, জন্মদিন পালনের চিন্তাভাবনা আর করেননি তখন। কিন্তু এ বছর অবস্থা আর তেমন ছিল না। কয়েক দিন বাদেই ‘উড়তা পাঞ্জাব’-এর শুটিংয়ে যোগ দেবেন, তার আগে একটু সময় পেয়েছেন পরিবারের সঙ্গে থাকার জন্য। প্রিয়জনদের সাথে জন্মদিন পালনের সুযোগটা কি আর হাত ছাড়া করা যায়?