গান গাইলেন এমা ওয়াটসন
নয় বছর বয়সে প্রথম বড়পর্দায় অভিনয় করেছিলেন। হ্যারি পটার সিরিজের দুঃসাহসী আর বুদ্ধিমতি হারমায়োনি, তথা এমা ওয়াটসন তো তখন থেকেই সপ্রতিভ সবকিছুতেই। এত দিন পর তার যদি আবার কোনো কাজে ভয়ডর কাজ করে তাহলে কী বলবেন? এমা কিন্তু তেমনটিই বলেছেন! আসন্ন ছবি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এ গান গাইতে গিয়ে নাকি একেবারে ভড়কে গিয়েছিলেন এই তারকা, জানা গেল এনডিটিভির খবরে।
‘আমি গাচ্ছি গান! ব্যাপারটা খুবই অপ্রত্যাশিত। এর আগে কোনো ছবির জন্যই আমাকে এ কাজ করতে হয়নি। আমার মনে হয় এমন একটি ভিন্ন গোছের কাজ আমি কীভাবে করছি; তা বেশ আগ্রহ নিয়েই দেখবে মানুষজন’- নিজের ‘সঙ্গীতবিষয়ক’ ভূমিকা নিয়ে বেশ ভালোই আশাবাদী ২৪ বছরের এই অভিনেত্রী! তবে কাজটা যে মোটেও সহজ নয় বরং একটু বেশিই চ্যালেঞ্জিং ছিল- সেটা ভালোই বোঝা গেল তাঁর কথায়, ‘আমার জন্য এটা ছিল অন্যরকম এক চ্যালেঞ্জ। সত্যি, আগাগোড়া পুরো ব্যাপারটা রীতিমতো ভীতিকর!’
গিলেরমো দেল তোরোর পরিচালনায় ডিজনির ‘দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিতে বেল চরিত্রে অভিনয় করেছেন এমা ওয়াটসন। ‘দ্য বিস্ট চরিত্রে অভিনয় করছেন ড্যান স্টিভেনস, লিউক এভান্স থাকবেন গ্যাস্টন চরিত্রে।
২০০১ থেকে ২০০৯ পর্যন্ত হ্যারি পটার সিরিজের ছয়টি ছবিতে অভিনয় করেছিলেন এমা। এই সিরিজের শেষ ছবি হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-এও অভিনয় করেছেন। মার্কিন সাময়িকী জিকিউ ২০১৩ সালের সেপ্টেম্বরে ওমেন অব দি ইয়ার খেতাবে ভূষিত করে এই তরুণী অভিনেত্রীকে। ওই বছরেই প্রায় ৫০ হাজার ভক্তদের ভোটে স্কারলেট জোহানসন কিংবা জেনিফার লরেন্সের মতো তারকাদের পেছনে ফেলে সবচেয়ে জনপ্রিয় যৌন আবেদনময়ী তারকা নির্বাচিত হয়েছিলেন।